Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষার সময়ও ছুটি পাবেন এই শিক্ষক-শিক্ষিকারা, কীভাবে জানুন

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাতে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও ছুটি পাবেন না শিক্ষক ও শিক্ষিকারা। তবে, একটি বিশেষ কারণে ছুটি মিলতে পারে। ছুটির আবেদন করতে গেলে ওই শর্ত বাধ্যতামূলক।

Advertisement
মাধ্যমিক পরীক্ষার সময়ও ছুটি পাবেন এই শিক্ষক-শিক্ষিকারা, কীভাবে জানুনমাধ্যমিক পরীক্ষার সময়ও ছুটি পাবেন এই শিক্ষক-শিক্ষিকারা, কীভাবে জানুন
হাইলাইটস
  • এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি
  • পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাতে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও ছুটি পাবেন না শিক্ষক ও শিক্ষিকারা। তবে, একটি বিশেষ কারণে ছুটি মিলতে পারে। ছুটির আবেদন করতে গেলে ওই শর্ত বাধ্যতামূলক। বুধবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

তাতে বলা হয়েছে, যে স্কুলগুলিতে পরীক্ষা নেওয়া হবে। সেসব স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অ-শিক্ষক কর্মীরা উপযুক্ত কারণ ছাড়া ছুটি পাবেন না। সন্তান মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হলেই একমাত্র ছুটি পাওয়া যাবে। ছুটির আবেদন করার সময় সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড-সহ যাবতীয় নথি প্রমাণ হিসাবে জমা দিতে হবে। কোনও পরীক্ষার্থীর মা ও বাবা দু’জনেই যদি শিক্ষক বা শিক্ষাকর্মী হন, তা হলে ছুটি নিতে পারবেন কেবলমাত্র একজন। মাধ্যমিক পরীক্ষা শুরুর অন্তত তিন সপ্তাহ আগে ছুটির আবেদন করতে হবে। যাকে স্কুল এই বিষয়ে প্রয়োজনীয় বন্দোবস্ত করতে পারে। পরীক্ষা কেন্দ্রের কোনও শিক্ষক বা শিক্ষিকা ও অ-শিক্ষক কর্মী যদি সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী হওয়ার পরে ছুটি না নেন, তা হলে তাঁকে স্ট্রংরুমে ঢুকতে দেওয়া যাবে না। এছাডা় প্রশ্নপত্র খোলা, বিতরণ করা বা পরীক্ষকের দায়িত্ব দেওয়া যাবে না। যদিও তিনি পরীক্ষার খাতা দেখতে পারবেন।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। একনজরে এবছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন- ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা। ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা। ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক। ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস। ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল। ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান। ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

POST A COMMENT
Advertisement