Check Madhyamik Result 2025 Online: ২ মে মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে নম্বর দেখবেন, রইল Link

মে মাসের শুরুতেই প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের ফল। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২ মে ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। ওই দিনই ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা জানতে পারবেন নিজেদের রেজাল্ট। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ।

Advertisement
২ মে মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে নম্বর দেখবেন, রইল Link মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন?

মে মাসের শুরুতেই প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের ফল। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২ মে ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। ওই দিনই ওয়েবসাইট থেকে  ছাত্রছাত্রীরা জানতে পারবেন নিজেদের রেজাল্ট। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ।

পর্ষদের তরফে সকাল ৯টা নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফলাফল জেনে নিতে পারবে। এর পর পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের প্রায় ৭০ দিনের মাথায় ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।

মাধ্যমিকের ফলাফল কীভাবে দেখতে হবে?
 মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। মাধ্যমিক প্রার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।  ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই দুটির যেকোনও  একটি পোর্টালের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।

 কীভাবে ফলাফল দেখতে পাবেন ? ধাপে ধাপে জেনে নিন পদ্ধতি-

  •  WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইটে যান – wbbse.wb.gov.in
  •  হোমপেজে, WBBSE মাধ্যমিক ফলাফল ২০২৫ এর লিঙ্কে ক্লিক করুন
  •  আপনার রোল নম্বর, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ দিন
  • বোতামে ক্লিক করুন এবার আপনার WBBSE দশমের ফলাফল ২০২৫ স্ক্রিনে প্রদর্শিত হবে
  • ফলাফলটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন

প্রসঙ্গত উল্লেখ্য , অনলাইনে রেজাল্ট দেখার পরে স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করতে হবে। 

POST A COMMENT
Advertisement