মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনলাইনে কবে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি শনিবার সকালে জানিয়েছেন, বিদ্যালয়ের গাফিলতির কারণে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড পায়নি, তাদের জন্য অনলাইন এনরোলমেন্ট পোর্টাল পুনরায় খোলা থাকবে। কোনও যোগ্য পরীক্ষার্থী যাতে মাধ্যমিকে বসা থেকে বঞ্চিত না হয়, তার জন্যই এই বন্দোবস্ত হলে এক্স পোস্ট মন্ত্রীর।
ব্রাত্য বসু জানিয়েছেন, ২৭ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারির মধ্যে নতুন করে পোর্টাল খোলা হবে। সেখান থেকেই এনরোলমেন্ট করিয়ে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। এক্স পোস্টে মন্ত্রী লেখেন, ' বিদ্যালয়ের গাফিলতির কারণে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছে, তাদের স্বার্থরক্ষায় বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সক্রিয় ভূমিকা নিয়েছে। যাতে কোনও যোগ্য পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, তার জন্য এই পদক্ষেপ করা হয়েছে।'
জানা গিয়েছে, ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত অনলাইন এরোলমেন্ট পোর্টাল খোলা থাকবে।
ব্রাত্য বসুর সংযোজন, 'ভবিষ্যতে বিদ্যালয়সমূহের দ্বারা এই ধরনের ত্রুটি যাতে আর না ঘটে, সে বিষয়ে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।'
আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে দুপুর ২টো। এদিকে, রাজ্যে এই মুহূর্তে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখেই প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। সে সময়ে চলবে মাধ্যমিক পরীক্ষা। কোনও মতেই যাতে সেই প্রভাব পরীক্ষার উপর না পড়ে তার জন্য প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। এমন পরিস্থিতিতে কীভাবে সামাল দেওয়া হবে, সে নিয়েই একপ্রস্থ বৈঠক হয়েছে নবান্নে। নির্বাচনী দায়িত্বে যুক্ত যে সব জেলা স্কুল পরিদর্শক ও শিক্ষক মাধ্যমিক পরীক্ষার সময়ে পরীক্ষাসংক্রান্ত কাজে নিযুক্ত থাকবেন, তাঁদেরই একাংশকে পরীক্ষা চলাকালীন তাঁদের পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব সামলাতে হবে। কলকাতা ও শহরতলীর কিছু পরীক্ষাকেন্দ্রে SIR শুনানি প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। সেক্ষেত্রে বিকল্প শুনানি কেন্দ্র কোথায় হবে, কী করা যাবে, তা নিয়ে নবান্নের বৈঠকে আলোচনা হয়েছে। সেন্টার ইনচার্জ, ভেন্যু ইনচার্জ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা স্কুল পরিদর্শকেরাও অনেকে SIR কাজে ব্যস্ত। এই নির্বাচন কমিশনে আগেই চিঠি দিয়েছে রাজ্য প্রশাসন।