Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষায় কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে বসলে বাতিল হবে খাতা। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার প্রশ্নফাঁস ও টোকাটুকি রুখতে কড়া নজরদারি চালানো হবে।
পরীক্ষা হলে কড়া বিধিনিষেধ
পরীক্ষা কেন্দ্রে কোনও পরীক্ষার্থী যদি মোবাইল বা অন্য কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে আসে, তবে তার পরীক্ষা বাতিল হবে। টয়লেটেও বিশেষ নজর রাখা হবে, কারণ পরীক্ষার্থীদের মধ্যে সেখানে গ্যাজেট লুকিয়ে রাখার প্রবণতা রয়েছে। কোনও অভিভাবককে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পর্ষদের বিশেষ টিম নিয়মিত নজরদারি চালাবে।
কতজন পরীক্ষার্থী, ক'টি কেন্দ্র?
এই বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৯,৮৪,৭৫৩ জন। এর মধ্যে ৪,২৮,৮০৩ জন ছাত্র এবং ৫,৫৫,৯৫০ জন ছাত্রী। মোট ২,৬৮৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
নিয়মিত নজরদারি ও বিশেষ ব্যবস্থা
পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল বাসও চালু থাকবে। কোনও অনিয়ম হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।
হেল্পলাইন নম্বর(Madhyamik Exam 2025 Helpline Number)
কোনও সমস্যায় পড়লে এই নম্বরে যোগাযোগ করুন। মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের এই নম্বরগুলি সেভ করে রাখাই ভাল। কোনও সমস্যায় পড়লে কাজে লাগতে পারে। সেন্ট্রাল এবং আঞ্চলিক, দুই ধরনেরই হেল্পলাইন নম্বর রয়েছে।
সেন্ট্রাল কন্ট্রোল রুম:
আঞ্চলিক অফিস নম্বর:
পরীক্ষার্থীদের এই নিয়মগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম গাফিলতি হলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।