Madhyamik Result 2023 Date: জল্পনার অবসান! আর ৯ দিনের মধ্যেই জানা যাবে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ মাধ্যমিকের ফল প্রকাশের দিন-ক্ষণ টুইট করে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এই মে মাসটা এ রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ! কারণ, এই মাসেই মাধ্যমিক স্কুল বোর্ডের পরীক্ষার ফলাফল জানা যাবে। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার প্রায় ৪ লক্ষ কমেছে পরীক্ষার্থীর সংখ্যা।
আগামী ১৯ মে সকাল ১০টা নাগাদ থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, এই বছরই সবচেয়ে কম সময়ের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষের ৭৫ দিনের মাথায় এবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও মাধ্যমিকের ফলাফল জানা যাবে।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
— Bratya Basu (@basu_bratya) May 10, 2023
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, পরীক্ষা শেষ হয় গত ৪ মার্চ, ২০২৩। রাজ্যজুড়ে মোট ১২২৬টি পরীক্ষাকেন্দ্রে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এবার মাধ্যমিক দিয়েছে। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই (৭৫ দিনের মাথায়) এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও টুইট করে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন-ক্ষণ জানানোর আগেই এ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আগামী ১৯ মে সকাল ১০টা নাগাদ ফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in আর wbresults.nic.in থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।