Madhyamik Exam Routine: SIR প্রক্রিয়ার মধ্যেই মাধ্যমিক পরীক্ষা কীভাবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

রাজ্যে SIR হিয়ারিং চলছে জোরকদমে। তার মাঝেই শুরু হতে চলছে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় যাতে কোনও মতেই বিঘ্ন না ঘটে তার জন্য প্রশাসনের তরফে আর্জি জানানো হয়েছে নির্বাচন কমিশনে। কবে শুরু ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা? জেনে নিন রুটিন।

Advertisement
SIR প্রক্রিয়ার মধ্যেই মাধ্যমিক পরীক্ষা কীভাবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছেফাইল ফটো
হাইলাইটস
  • রাজ্যে SIR প্রক্রিয়া চলছে
  • তার মাঝেই শুরু হচ্ছে মাধ্যমিক
  • ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কবে?

স্কুলজীবনের প্রথম বড় পরীক্ষা দোরগোড়ায়। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে দুপুর ২টো। 

মাধ্যমিক পরীক্ষার রুটিন

বার  তারিখ  বিষয়
সোম ২ ফেব্রুয়ারি প্রথম ভাষা
মঙ্গল ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা 
শুক্র ৬ ফেব্রুয়ারি ইতিহাস
শনি ৭ ফেব্রুয়ারি ভূগোল
সোম ৯ ফেব্রুয়ারি অঙ্ক 
মঙ্গল ১০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান
বুধ ১১ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান 
শুক্র ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক 

শারীরশিক্ষা এবং সমাজসেবা ও ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা হবে। 

এদিকে, রাজ্যে এই মুহূর্তে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখেই প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। সে সময়ে চলবে মাধ্যমিক পরীক্ষা। কোনও মতেই যাতে সেই প্রভাব পরীক্ষার উপর না পড়ে তার জন্য প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। এমন পরিস্থিতিতে কীভাবে সামাল দেওয়া হবে, সে নিয়েই একপ্রস্থ বৈঠক হয়েছে নবান্নে। নির্বাচনী দায়িত্বে যুক্ত যে সব জেলা স্কুল পরিদর্শক ও শিক্ষক মাধ্যমিক পরীক্ষার সময়ে পরীক্ষাসংক্রান্ত কাজে নিযুক্ত থাকবেন, তাঁদেরই একাংশকে পরীক্ষা চলাকালীন তাঁদের পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব সামলাতে হবে। কলকাতা ও শহরতলীর কিছু পরীক্ষাকেন্দ্রে SIR শুনানি প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। সেক্ষেত্রে বিকল্প শুনানি কেন্দ্র কোথায় হবে, কী করা যাবে, তা নিয়ে নবান্নের বৈঠকে আলোচনা হয়েছে। সেন্টার ইনচার্জ, ভেন্যু ইনচার্জ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা স্কুল পরিদর্শকেরাও অনেকে SIR কাজে ব্যস্ত। এই নির্বাচন কমিশনে আগেই চিঠি দিয়েছে রাজ্য প্রশাসন। 

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয় ২ মে, শুক্রবার। পরীক্ষায় বসেছিলেন ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৯২৪ জন এবং ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পাশ করেছেন মোট ৭ লক্ষ ৯১ হাজার ৮৮ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। 

 

POST A COMMENT
Advertisement