scorecardresearch
 

Mahanadi Coalfields Limited Recruitment 2023 : ইন্টারভিউ ছাড়াই কোল ইন্ডিয়ায় চাকরি, যোগ্য়তা দ্বাদশ পাশ, রইল আবেদনের Link

শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে (CBT) নিয়োগ করা হবে। কোনওরকম পার্সোনাল ইন্টারভিউর আয়োজন করা হবে না। CBT-তে মাল্টিপল চয়েস-সহ বস্তুনিষ্ঠ ধরনের প্রশ্ন থাকবে। তবে ভুল উত্তরের জন্য কোনওরকম নেগেটিভ মার্কিং থাকবে না। সমস্ত নির্দেশাবলী ইংরেজি এবং হিন্দি, উভয় ভাষাতেই থাকবে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • মহানদী কোলফিল্ডস লিমিটেডে চাকরি
  • বিভিন্ন পদে নিয়োগ
  • দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি

বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন পত্র চাইছে মহানদী কোলফিল্ডস লিমিটেড (MCL)। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা mahanadicoal.in গিয়ে বিজ্ঞপ্তিটি পড়তে ও আদেবন করতে পারেন (Mahanadi Coalfields Limited Recruitment 2023 Notification)। শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ২৩ জানুয়ারি ২০২৩। 

এই নিয়োগে প্রক্রিয়ার মাধ্যমে মোট ২৯৫ জনকে নেওয়া হবে। পদ অনুযায়ী যোগ্যতা মাপকাঠি ভিন্ন ভিন্ন। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরাও এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারেন। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। 

শূন্যপদের বিবরণ
জুনিয়র ওভারম্যান - ৮২টি শূন্যপদ
মাইনিং সিরদার - ১৪৫টি শূন্যপদ
সার্ভেয়ার - ৬৮টি শূন্যপদ

নিয়োগ প্রক্রিয়া 
শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে (CBT) নিয়োগ করা হবে। কোনওরকম পার্সোনাল ইন্টারভিউর আয়োজন করা হবে না। CBT-তে মাল্টিপল চয়েস-সহ বস্তুনিষ্ঠ ধরনের প্রশ্ন থাকবে। তবে ভুল উত্তরের জন্য কোনওরকম নেগেটিভ মার্কিং থাকবে না। সমস্ত নির্দেশাবলী ইংরেজি এবং হিন্দি, উভয় ভাষাতেই থাকবে। 

আবেদন শুল্ক
এই পদগুলিতে আবেদনের জন্য সাধারণ, ওবিসি ও ইডব্লুএস শ্রেণির প্রার্থীদের ১০০০ টাকা ফি এবং ১৮০ টাকা জিএসটি দিতে হব। তবে এসসি, এসিট, পিডব্লুবিটি, ইএসএস এবং মহিলা এবং কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited) ও তার সহযোগী সংস্থাগুলির কর্মীদের কোনওরকম আবেদন ফি দিতে হবে না। অনলাইনে অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড না নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে জমা দেওয়া যাবে আবেদন শুল্ক। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  

আরও পড়ুন - সাধারণ সর্দি-জর, নাকি Omicron BF.7? রইল চেনার সাধারণ উপায়

 

Advertisement
Advertisement