রইল সব তথ্য।মালদা জেলায় কর্মসংস্থানের সুযোগ। জাতীয় আয়ুষ মিশনের অধীনে জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, মালদা। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪৪টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।
অফিসিয়াল লিঙ্ক: https://malda.gov.in/notice_category/recruitment/
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসিস্ট এবং যোগ প্রশিক্ষক; এই দুই পদে নিয়োগ হবে। ফার্মাসিস্ট পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৫ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। যোগ প্রশিক্ষক পদে মাসিক বেতন ধার্য করা হয়েছে ২০ হাজার টাকা। উভয় ক্ষেত্রেই কাজ করতে হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে।
যোগ্যতার নিরিখে জানানো হয়েছে, আবেদনকারীদের অন্তত দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা বাধ্যতামূলক। বয়সের সীমা রাখা হয়েছে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলতে পারে। বিস্তারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার জন্য প্রথমে মালদা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের হোমপেজ থেকে ‘নোটিস’ অথবা ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করেই আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর ২০২৫। সময়সীমার পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না বলেই জানিয়েছে জেলা প্রশাসন। নিয়োগ সংক্রান্ত আরও তথ্য, শর্তাবলি এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা জানতে আগ্রহীদের মালদা জেলার প্রশাসনিক ওয়েবসাইট নিয়মিত নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।