ভারতের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI) এর ক্যাম্পাস কলকাতা থেকে সরিয়ে অন্য রাজ্যে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে কেন্দ্র? একটি খসড়া বিল ঘিরে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। অনেকের দাবি, এই বিশ্বমানের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ক্যাম্পাস পশ্চিমবঙ্গে থেকে সরিয়ে অন্য রাজ্যে গড়ার চেষ্টা করা হচ্ছে। এই যাবতীয় জল্পনায় কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানাল, ISI এর মূল ক্যাম্পাস পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে সরিয়ে অন্যত্র গড়ার কোনও পরিকল্পনা নেই।
তা হলে বনহুগলি ISI ক্যাম্পাস সরানোর বিষয়ে জল্পনা চলছে কেন?
৯৪ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ISIএর মূল ক্যাম্পাস বরানগরে বনহুগলিতে। ভারতের প্রিমিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। গোটা বিশ্বে খ্যাতি এই প্রতিষ্ঠানের। সম্প্রতি ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল, ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে কেন্দ্র। এটি এখন জনমত নেওয়ার পর্যায়ে রয়েছে। এই খসড়া বিলের মাধ্যমে ISI র প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাঠামোকে আরও শক্তিশালী করা হবে বলে জানানো হয়েছে। সোজা কথায়, সংস্কার করা হবে। এই খসড়া বিল ঘিরেই নানা মহলে তৈরি হয়েছে নানা আশঙ্কা। তাদের বক্তব্য, আসলে সংস্কারের মাধ্যমে কেন্দ্র চেষ্টা করছে ISI কে বাংলার বাইরে নিয়ে যাওয়ার।
ISI ইস্যুতে কেন্দ্র অবস্থান স্পষ্ট করল
কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক সংবাদ সংস্থা PTI কে জানিয়েছে, ISIকে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই সংস্কারের সঙ্গে ইনস্টিটিউটের মূল ক্যাম্পাস রাজ্যের বাইরে সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, 'এই নতুন বিলের লক্ষ্য হল, ISI কে দেশের অন্যান্য ‘ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্ট্যান্স’ (INI) এর শাসন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতা বাড়ানো।
ISI এর সার্বিক সংস্কারের সুপারিশ
২০২০ সালে আর এ মাশেলকর কমিটি ISI এর সার্বিক সংস্কারের সুপারিশ করেছিল। বলা হয়েছিল, ISI কে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হতে হবে। ২০৩১ সালে এই প্রতিষ্ঠানের ১০০ বছর পূর্তি। তার আগে বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার করে ISI কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের ওয়েবসাইটে যে খসড়া বিলটি প্রকাশ করা হয়েছে,তাতে বলা হয়েছে, সংক্ষিপ্ত কিন্তু অধিক ক্ষমতাসম্পন্ন বোর্ড অফ গভর্নেন্স গঠন করা হবে, যা নীতিনির্ধারণ, প্রশাসন ও আর্থিক বিষয়ে বেশি স্বাধীনতা পাবে।
মোদ্দা বিষয়, মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই বিল ISI এর মান উন্নয়ন করার জন্য। কলকাতা ক্যাম্পাস সরিয়ে নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই।