নাবার্ডে চাকরিঅনেকেই আশা করেন সরকারি চাকরি করার। আর সেই সুযোগটাই দিচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা NABARD। এর পুরো কথা হল, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাদের পক্ষ থেকে ইয়াং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ হবে বলে ঘোষণা করা হয়েছে। চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইলে আপনারা nabard.org-তে যেতে পারেন।
এখানে অ্যাপ্লাই করার শেষ তারিখ হল, ১২ জানুয়ারি ২০২৬। তবে প্রথমেই বলে রাখি, এই চাকরি কিন্তু চুক্তি ভিত্তিক। এক্ষেত্রে ১ বছরের কন্ট্র্যাক্টে কর্মীদের নেওয়া হবে। এই কনট্র্যাক্ট বাড়তে পারে ৩ বছর পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বৃদ্ধির পুরোটাই নির্ভর করছে কর্মীর দক্ষতার উপর।
কত টাকা বেতন পাওয়া যাবে?
এই পদে চাকরির জন্য স্টাইপেন পাওয়া যাবে মাসে ৭০০০০ টাকা। চাকরি প্রার্থীরা ১২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত এই পদের জন্য আবেদন জানাতে পারেন। অবশ্যই NABARD প্রথমেই জানিয়ে দিয়েছে যে অনলাইন ছাড়া আর কোনও পদ্ধতিতেই আবেদন করা চলবে না।
কত বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে?
NABARD-এর পক্ষ থেকে ৪৪টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। এই পদে অ্যাপ্লাই করতে পারবেন ২১ থেকে ৩০ বছর বয়সীরা। এর বেশি বা কম বয়স হলে করা যাবে না অ্যাপ্লাই।
কীভাবে হবে সিলেকশন?
দু'টি স্টেজে হবে নিয়োগ প্রক্রিয়া। প্রথম পর্বে, একটি কমিটি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে একাধিক বিষয় বিবেচনা করবেন। তারপর আবার প্রফেশনাল কমিটির পক্ষ থেকে ডাকা হবে একটা সিলেকশন কমিটিতে। সেখানে নেওয়া হবে ইন্টারভিউ। তারপর NABARD-এর পক্ষ থেকে কোনও মেডিক্যাল অফিসার অ্যাপ্রুভাল দিলেই কাজ হবে। আপনার হাতে উঠবে নিয়োগপত্র।
কীভাবে অ্যাপ্লাই করবেন?
ব্যাস, কাজ শেষ। এরপর ইন্টারভিউয়ের জন্য তৈরি হয়ে যান। ডাক পেলে ভাল করে দিন ইন্টারভিউ। তাহলেই চাকরি পেয়ে যেতে পারেন।