Madyamik 2025 Date: আগামী বছর মাধ্যমিকের দিন ঘোষণা, কবে শুরু পরীক্ষা-শেষ কবে? বিস্তারিত

এবছর ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর আরও ১২ দিন পর শুরু হবে পরীক্ষা। ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই পরবর্তী মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

Advertisement
আগামী বছর মাধ্যমিকের দিন ঘোষণা, কবে শুরু পরীক্ষা-শেষ কবে? ২০২৫ সালের মাধ্যমিকের দিন ঘোষণা

এবছর ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর আরও ১২ দিন পর শুরু হবে পরীক্ষা। ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে।  সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই পরবর্তী মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। সোমবার ব্রাত্য বসু বলেন, ‘‘এ বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দু’-তিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হবে। এই নিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদকেও সোমবার জানিয়ে দিয়েছি।’’ এর পরেই শিক্ষামন্ত্রী  জানান, কবে কোন পরীক্ষা হবে, তা শীঘ্রই ওয়েবসাইটে দেবে পর্ষদ। ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। পরীক্ষা হবে  মোট ৮ দিন। দিনগুলি হল- ১৪ ফেব্রুয়ারি, ১৫ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি।

চলতি বছরের মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হল ১২ ফেব্রুয়ারি অর্থাৎ আজকে। পরীক্ষা শেষের পর এদিন ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ২০২৪ সালে  মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। সারা রাজ্যে সুষ্ঠুভাবেই পরীক্ষা হয়েছে। শিক্ষামন্ত্রীর কথায়, “প্রত্যেকবার মোবাইলে প্রশ্ন বেরিয়ে যেত। আমরা এবার পরীক্ষার আগে ২০টা বৈঠক করেছি। বাইরের কিছু গ্যাং এটা করাচ্ছিল। আমরা অনেক আলোচনা করে প্রশ্নে কিউআর কোড দিয়েছিলাম। এবার প্রত্যেকে যারা ছবি তুলেছিল তাদের ধরা গিয়েছে।” একইসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এবার মোট ৩৬ জনের মাধ্যমিক  পরীক্ষা বাতিল হয়েছে। দু’টো জেলা থেকে একটা গ্যাং অপারেট করছিল বলেও জানান তিনি। ব্রাত্যর কথায়, জামতাড়া গ্যাংয়ের মতো একটা গ্যাং কাজ করেছে। মোট ৩৭টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement