West Bengal Job News: NKDA মাধ্যমিক পাশে লোক নিচ্ছে, ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত মাইনে

নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিতে (NKDA) একাধিক পদে নিয়োগ। পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের (WBMSC) মাধ্যমে নিয়োগ করা হবে। অনলাইনে, www.mscwb.org ওয়েবসাইটে(CLICK HERE) আবেদন করতে হবে।

Advertisement
NKDA মাধ্যমিক পাশে লোক নিচ্ছে, ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত মাইনে @mscwb.orgওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ।
হাইলাইটস
  • নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিতে (NKDA) একাধিক পদে নিয়োগ।
  • পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের (WBMSC) মাধ্যমে নিয়োগ করা হবে।
  • অনলাইনে, www.mscwb.org ওয়েবসাইটে আবেদন করতে হবে।

নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিতে (NKDA) একাধিক পদে নিয়োগ। পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের (WBMSC) মাধ্যমে নিয়োগ করা হবে। অনলাইনে, www.mscwb.org ওয়েবসাইটে(CLICK HERE) আবেদন করতে হবে।

গত ৩ অক্টোবর, ২০২৫ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২৫। 

Official PDF: View PDF

কোন কোন পদে নিয়োগ
একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে। যেমন,
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Civil), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল), অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভেয়ার ও ড্রাফ্‌টসম্যান।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
প্রতিটি পদের আলাদা আলাদা এলিজিবিলিটি ও বয়সসীমা আছে।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকা আবশ্যক। বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে। বেতন ROPA 2019 অনুযায়ী পে-লেভেল ১৬ (৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা)।

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। বয়স ২৪ থেকে ৪০ বছর। বেতন ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা।

অ্যাকাউন্ট্যান্ট: কমার্সে স্নাতক হতে হবে। কম্পিউটার ও অ্যাকাউন্টিংয়ে অভিজ্ঞতা আছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ১৮ থেকে ৪০ বছর। স্যালারি ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা।

স্যানিটারি ইন্সপেক্টর: হায়ার সেকেন্ডারি পাশ ও স্যানিটারি ইন্সপেকশন কোর্সে সার্টিফিকেট থাকতে হবে। বয়স ২১ থেকে ৪০ বছর। বেতন ২৮,৯০০ থেকে ৭৪,৫০০ টাকা।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: মাধ্যমিক পাশ ও কম্পিউটার টাইপিং জানা থাকতে হবে। বয়স ১৮ থেকে ৪০ বছর। বেতন ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা।

পরীক্ষার পদ্ধতি
দুই ধাপে পরীক্ষা হবে।
প্রথমে লিখিত পরীক্ষা (২০০ নম্বর), পরে পার্সোনালিটি টেস্ট (৪০ নম্বর)।

লিখিত পরীক্ষা বলতে OMR শিট। মোট ১০০টি MCQ থাকবে। প্রতিটি প্রশ্নে ২ নম্বর। ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউয়ে ডাকা হবে। লিখিত ও ইন্টারভিউয়ের নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে।

WBMSC-র ওয়েবসাইটে রেজাল্ট বের হবে।  

Advertisement

গুরুত্বপূর্ণ তথ্য
অনলাইনে আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা, বয়স, রিজার্ভেশন ও প্রতিবন্ধকতার সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে।

ফলে সময় নষ্ট না করে এখনই আবেদন সেরে ফেলুন। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২৫।

POST A COMMENT
Advertisement