scorecardresearch
 

North Western Railway Recruitment 2023 : মাধ্যমিক পাশেই রেলে চাকরি, জেনে নিন সমস্ত তথ্য

উত্তর পশ্চিম রেলওয়ে (North Western Railway Recruitment 2023) সহকারী লোকো পাইলটের মোট ২৩৮ জনকে নিয়োগ করবে। এই নিয়োগগুলি সাধারণ বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার কোটার অধীনে করা হবে। এই পদগুলিতে আবেদন প্রক্রিয়া চলছে। সুতরাং, আগ্রহী প্রার্থীদের এই দুর্দান্ত সুযোগটি হাতছাড়া করা ঠিক হবে না। এই পদগুলির জন্য আবেদন করতে, rrcjaipur.in ওয়েবসাইটটি ভিজিট করুন।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রেলে চাকরির সুবর্ণ সুযোগ
  • সহকীর লোকো পাইলট পদে হবে নিয়োগ
  • রইল লিঙ্ক

আপনি কি রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য খুবই সুযোগ রয়েছে। রেলের সহকারী লোকো পাইলট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে, দ্রুত এখানে সমস্ত প্রয়োজনীয় বিবরণ জেনে নিন এবং যোগ্যতা পদগুলির জন্য আবেদন করুন।

উত্তর পশ্চিম রেলওয়ে (North Western Railway Recruitment 2023) সহকারী লোকো পাইলটের মোট ২৩৮ জনকে নিয়োগ করবে। এই নিয়োগগুলি সাধারণ বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার কোটার অধীনে করা হবে। এই পদগুলিতে আবেদন প্রক্রিয়া চলছে। সুতরাং, আগ্রহী প্রার্থীদের এই দুর্দান্ত সুযোগটি হাতছাড়া করা ঠিক হবে না। এই পদগুলির জন্য আবেদন করতে, rrcjaipur.in ওয়েবসাইটটি ভিজিট করুন।

আবেদনের শেষ তারিখ
এই পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ আগামী ৬ মে ২০২৩। 

অনেক পোস্ট পূরণ করা হবে
এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে, উত্তর পশ্চিম রেলওয়ে সহকারী লোকো পাইলটের জন্য মোট ২৩৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য যোগ্যতা
এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের দশম শ্রেণি পাস হতে হবে। এর সঙ্গে, তাঁদের অবশ্যই ফিটার, ইলেকট্রিশিয়ান, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেকানিকের মতো ট্রেডে আইটিআই ডিপ্লোমা থাকতে হবে।

বয়স সীমা
লোকো পাইলট পদের প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৩ থেকে গণনা করা হবে। আবেদনকারী সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর রাখা হয়েছে। আর ওবিসি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৪৫ বছর। পাশাপাশি  SC ও ST শ্রেণীর জন্য বয়সসীম নির্ধারণ করা হয়েছে ৪৭ বছর।

যেভাবে হবে নির্বাচন প্রক্রিয়া...
CBT/লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। অ্যাপটিটিউড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে। চূড়ান্ত বাছাই শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীদের করা হবে, যাঁরা এই সমস্ত ধাপগুলি পাশ করবেন। 

Advertisement

আরও পড়ুন - অক্ষয় তৃতীয়ায় দেবগুরুর মেষে গোচর, ৫ রাশির জীবনে অর্থ-সাফল্য-আনন্দ

 

Advertisement