scorecardresearch
 

Recruitment In ONGC 2022 : ONGC-তে চাকরি, বেতন ৬৬ হাজার টাকা, কীভাবে আবেদন?

যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের BHARGAVA_VIKAS@ONGC.CO.IN এই ইমেল আইডিতে ৩০ মার্চ ২০২২-এর মধ্যে আবেদন করতে হবে। শর্ট লিস্টেড প্রার্থীদের ইমেলের মাধ্যমেই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হবে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ওএনজিসি-তে চাকরির সুযোগ
  • আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ
  • জেনে নিন বিস্তারিত তথ্য

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে (ONGC) চাকরির সুযোগ। জুনিয়ার কনসালট্যান্ট ও অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে ONGC-রই অবসরপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। চাকরি হবে ১ বছরের চুক্তি ভিত্তিতে। 

ONGC RECRUITMENT 2022: শূন্যপদে বিবরণ
মোট শূন্যপদ - ৩৬

কোন পদে কতগুলি নিয়োগ?
জুনিয়র কনসালট্যান্ট - ১৪টি শূন্যপদ
অ্যাসোসিয়েট কনসালট্যান্ট - ২২টি শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা
Surface Team:

প্রোডাকশান - ONGC-র প্রোডাকশান ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত E3 থেকে E5 স্তরের এক্সিকিউটিভরা  সারফেস ইনস্টলেশনের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। 
ইলেকট্রিক্যাল - ইলেক্ট্রিক্যাল সিস্টেমের  জ্ঞানসহ ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের E3 থেকে E5 স্তরে অবসরপ্রাপ্ত ONGC এক্সিকিউটিভরা আবেদন করতে পারেন। 

Engineering Services: ONGC-র ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত  E3 লেভেল পর্যন্ত এক্সিকিউটিভরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে জ্ঞান আবেদন করতে পারেন।

বয়স - নিয়োগের সময় বয়স থাকতে হবে ৬৫ বছরের নিচে। 

HOW TO APPLY FOR ONGC RECRUITMENT 2022: কীভাবে আবেদন করবেন? 
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের BHARGAVA_VIKAS@ONGC.CO.IN এই ইমেল আইডিতে ৩০ মার্চ ২০২২-এর মধ্যে আবেদন করতে হবে। শর্ট লিস্টেড প্রার্থীদের ইমেলের মাধ্যমেই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হবে। 

বেতন
Associate Consultant (E4 & E5 Level): ৬৬,০০০ টাকা (সবমিলিয়ে)। যোগাযোগের জন্য ২ হাজার টাকা (চালান জমা দিলে)। 
Junior Consultant (Up to E3 Level): ৪০,০০০ টাকা (সবমিলিয়ে)। যোগাযোগের জন্য ২ হাজার টাকা (চালান জমা দিলে)।

আবেদনের শেষ তারিখ -
৩০ মার্চ ২০২২

আরও পড়ুনগোটা শরীরে এই কাজটি করেই ৭টি চাকরি পেলেন যুবক, জানুন

 

Advertisement
Advertisement