Assistant Professor New Rule: UGC NET না দিয়েও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যাবে? নয়া নিয়ম নিয়ে যা জানা যাচ্ছে

কলেজে শিক্ষকতা করতে চান? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে এতদিন UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হতে হত। তবে এবার সহকারী অধ্যাপক হওয়ার জন্য আর UGC NET পরীক্ষা দিতে হবে না। নেট ছাড়াই সহকারী অধ্যাপক হওয়া যাবে। তেমনই ভাবনা মোদী সরকারের। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষক নিয়োগ ও পদোন্নতির জন্য UGC-এর খসড়া নির্দেশিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওই খসড়া অনুযায়ী, সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আর NET বাধ্যতামূলক থাকছে না। 

Advertisement
UGC NET না দিয়েও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যাবে? নয়া নিয়ম নিয়ে যা জানা যাচ্ছেপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • সহকারী অধ্যাপক হতে গেলে এতদিন UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হতে হত।
  • নেট ছাড়াই সহকারী অধ্যাপক হওয়া যাবে।
  • তেমনই ভাবনা মোদী সরকারের।

কলেজে শিক্ষকতা করতে চান? সহকারী অধ্যাপক হতে গেলে এতদিন UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হতে হত। তবে এবার সহকারী অধ্যাপক হওয়ার জন্য আর UGC NET পরীক্ষা দিতে হবে না। নেট ছাড়াই সহকারী অধ্যাপক হওয়া যাবে। তেমনই ভাবনা মোদী সরকারের। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষক নিয়োগ ও পদোন্নতির জন্য UGC-এর খসড়া নির্দেশিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওই খসড়া অনুযায়ী, সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আর NET বাধ্যতামূলক থাকছে না। 

 বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে শিক্ষকতা এবং শিক্ষাকর্মীদের যোগ্যতা সংশোধনের লক্ষ্যে খসড়া নিয়ম জারি করেছে ইউজিসি, যা ২০১৮ সালের নিয়মগুলিকে বদল করবে। এই নিয়মগুলি নিয়োগ এবং পদোন্নতির মাপকাঠিগুলিকে সুবিন্যস্ত করে উচ্চশিক্ষার মান বাড়ানোর জন্য নকশা করা হয়েছে৷ তবে, খসড়া বিধিতে মতামত দেওয়ার জন্য বর্তমানে স্টেকহোল্ডারদের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

NET ছাড়াই কীভাবে সহকারী অধ্যাপক নিয়োগ?


ইউজিসির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া খসড়াটিতে সহকারী অধ্যাপকদের নিয়োগের জন্য বাধ্যতামূলক যোগ্যতা হিসাবে NET বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা একটি বড় পদক্ষেপ। নতুন নিয়ম মোতাবেক, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ ME বা M.Tech-এ স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা এন্ট্রি-লেভেল সহকারী অধ্যাপক পদের জন্য যোগ্য হবেন। বর্তমানে, এই পদের জন্য UGC-NET পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর-সহ স্নাতক ডিগ্রি (এনসিআরএফ স্তর ৬), কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর (বা সমতুল্য) এবং পিএইচডি (এনসিআরএফ স্তর ৮) সহ স্নাতকোত্তর ডিগ্রি (এনসিআরএফ স্তর ৬.৫) সহ প্রার্থীরাও যোগ্য হবেন। 


এখন NET/SET ক্লিয়ার করার পরে, প্রার্থীরা তাঁদের আগের ডিগ্রি থেকে ভিন্ন বিষয়গুলিতে পড়াতে পারবেন। তবে, পিএইচডি-তে করা স্পেশালাইজেশনকে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়াও শিক্ষামূলক প্রকাশনা এবং ডিগ্রি কোর্সে ভারতীয় ভাষার ব্যবহারকে উৎসাহিত করা হবে।প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, শুধুমাত্র তাঁদের স্কোরের উপর নির্ভর না করে তাদের দক্ষতা এবং উল্লেখযোগ্য অবদানের দিকে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবন্ধী ব্যক্তি এবং দক্ষ ক্রীড়াবিদদেরও শিক্ষকতার ক্ষেত্রে কেরিয়ার গড়তে উৎসাহিত করা হবে। উপাচার্য নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা এনে যোগ্যতার মাপকাঠি বাড়ানো হয়েছে।
 

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement