Online portal for college admission: বুধবার রাজ্যের বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল চালু হচ্ছে। এই পোর্টালের মাধ্যমেই একসঙ্গে প্রায় ২৫টি কলেজে ভর্তির জন্য আবেদন করা যাবে।
মঙ্গলবার এই বিষয়ে জানায় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের উদ্বোধন করবেন।
তবে পোর্টাল আজ খুললেও, আজ থেকেই রেজিস্ট্রেশন শুরু হবে না। ৪-৫ দিন পর থেকেই রেজিস্ট্রেশন করা যাবে। প্রথমে পোর্টালটির বিষয়ে সমস্ত পড়ুয়াদের অবগত হওয়ার সুযোগ দেওয়া হবে। এরপরেই শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন।
যে পড়ুয়াদের ইন্টারনেট নেই, তাঁরা বাড়ির নিকটস্থ ব্লক স্থানীয় কিয়স্কে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবেন।
এর আগে গত শনিবার এই বিষয়ে বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করে উচ্চশিক্ষা দফতর।
পোর্টাল সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে প্রত্যেক কলেজে হেল্প ডেস্ক খোলারও নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই একটি পোর্টালের মাধ্যমেই ঘরে বসে ২৫টি কলেজে একসঙ্গে ভর্তির আবেদন করা যাবে। বিনামূল্যেই ভর্তির ফর্ম ফিল আপ করা যাবে। এর ফলে পড়ুয়াদের কলেজে-কলেজে গিয়ে লাইন দেওয়া, ফর্ম ভরার সমস্যা এড়ানো যাবে। সেই সঙ্গে গোটা ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা যাবে।
তবে এক্ষেত্রে উল্লেখ্য, পোর্টালের মাধ্যমে আবেদন করা গেলেও পরে কলেজেই তথ্য, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।