সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিভিন্ন ধরনের গেম খেলে মানুষ নিজেদের মাইন্ড ফ্রেশ করেন। একইভাবে অপটিক্যাল ইলিউশানও খেলা হয়। এক্ষেত্রে কোনও ছবির মধ্যে লুকনো অন্য কোনও ছবি খুঁজে বের করতে হয় (Optical illusions find the hidden object)। আর শুধু তাই নয়, এর মধ্যে দিয়ে নিজের মগজের পরীক্ষাও হয়ে যায়। ছবির মধ্যে লুকনো জিনিসগুলি নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে খুঁজে বের করতে হয়। যাঁরা পারেন, তাঁরা সত্যিই জিনিয়াস। এই প্রতিবেদনেও নিয়ে আসা হয়েছে তেমনই একটি ছবি, যেখান থেকে আপনাকে অন্য একটি জিনিস খুজে বের করতে হবে।
ছবিতে কী রয়েছে?
ছবিতে একটি ঘর দেখা যাচ্ছে। সেখানে একটি মেয়ে বিছানায় শুয়ে রয়েছে। আশেপাশে তার কিছু খেলনা ছড়িয়ে রয়েছে। মাথার দিকে একটি সেল্ফ রয়েছে। সেখানে কিছু বই ও খেলান রয়েছে। এছাড়া রয়েছে একটি আলমারি, যার ওপরে ঘড়ি ও ফটোফ্রেম রয়েছে। ছবির নিচের দিকে একটি টেবিল রয়েছে। যেখানে ল্যাপটপ, পেন, ডায়েরি ও আয়না রয়েছে। সামনে একটি চেয়ারও রয়েছে। আর এই সবের মাছে একটি মৌমাছিও রয়েছে। সেটিই খুঁজে বের করতে হবে আপনাকে।
কোথায় রয়েছে মৌমাছিটি?
এখানে বলে রাখা ভাল, মৌমাছিটি ছবিতে চোখের সামনেই রয়েছে। তবে সেটি এমনভাবে রয়েছে যে খুঁজে পাওয়া মুশকিল। তাই অনেকে ভাবছেন, হয়ত ছবিতে কোনও মৌমাছি নেই। তবে আমার বলছি সেটি আছে। যদি আপনি এতক্ষণে সেটি খুঁজে পেয়ে গিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনার দৃষ্টিশক্তির তারিফ করতে হয়। আর যদি এখনও না খুঁজে পেয়ে থাকেন, তাহলেও দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। কারণ সেটি খুঁজতে আমরা আপনাকে সাহায্য করবো। টেবিলে যে আয়নাটি রয়েছে, সেটির পিছন দিকটায় দেখুন। তাহলেই মৌমাছিটি আপনার নজরে পড়বে। এবার নিশ্চয় সেটি দেখতে পেয়েছেন? এই ধরনের আরও মজার মজার প্রতিবেদনের জন্য নিয়মিত লগ ইন করুন Bangla.Aajtak.In।
আরও পড়ুন - বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে ক্যাম্পাস খুলতে চাইলে UGC-র অনুমতি আবশ্যিক