scorecardresearch
 

Find The Difference Between Two Pictures : ছবি দু'টিতে রয়েছে খুব সহজ ৫ পার্থক্য, দেখুন তো ১০ সেকেন্ডে খুঁজে পান কিনা?

প্রতিবেদনে আপনার সামনের যে ছবি দুটি রয়েছে সেগুলি দেখতে হুবহু একই রকমের। প্রাথমিকভাবে, এই ছবি দুটির মধ্যে কোন পার্থক্য হয়ত কেউ খুঁজে পাবেন না। তবে সেখানে রয়েছে মোট ৫টি পার্থক্য। আপনার সামনে যে ছবি দুটি রয়েছে, তাতে বাড়ি, সূর্য, মেঘ, গাছ এবং খোলা মাঠ রয়েছে। এবার ১০ সেকেন্ডের মধ্যে বলুন এই ছবি দুটির মধ্যে কোথায় কোথায় রয়েছে পার্থক্য।

Advertisement
Optical Illusions Optical Illusions
হাইলাইটস
  • প্রতিবেদনে রয়েছে দুটি ছবি
  • তার মধ্যে রয়েছে পাঁচটি পার্থক্য
  • রইল খুঁজে বের করার চ্যালেঞ্জ

সোশ্যাল মিডিয়ায় (Social Media) অবশ্যই বিভিন্ন ধরণের গেম বা ক্যুইজ খেলছেন। এই গেমস এবং ক্যুইজে, আপনাকে হয় কোনও প্রশ্নের উত্তর দিতে হয়, নয়তো ছবিতে লোকানো কোনও জিনিস খুঁজে বের করতে হবে বা ছবির দুটি মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে। এই প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন দুটি ছবি নিয়ে এসেছি, যেগুলোর মধ্যেও পার্থক্য খুঁজে বের করতে হবে (Find The Difference Between Two Pictures)। আর এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার জন্য আপনার কাছে সময় আছে মাত্র ১০ সেকেন্ড।

প্রতিবেদনে আপনার সামনের যে ছবি দুটি রয়েছে সেগুলি দেখতে হুবহু একই রকমের। প্রাথমিকভাবে, এই ছবি দুটির মধ্যে কোন পার্থক্য হয়ত কেউ খুঁজে পাবেন না। তবে সেখানে রয়েছে মোট ৫টি পার্থক্য। আপনার সামনে যে ছবি দুটি রয়েছে, তাতে বাড়ি, সূর্য, মেঘ, গাছ এবং খোলা মাঠ রয়েছে। এবার ১০ সেকেন্ডের মধ্যে বলুন এই ছবি দুটির মধ্যে কোথায় কোথায় রয়েছে পার্থক্য।

আপনি কি ছবি দুটির মধ্যে পাঁচটি পার্থক্য খুঁজে বের করতে করতে পেরেছেন? যদি পেয়ে থাকেন, তাহলে আপনার দৃষ্টি শক্তি সত্যিই খুব তীক্ষ্ণ। কিন্তু আপনি যদি পার্থক্যগুলি খুঁজে না পেয়ে থাকেন, তাহলেও চিন্তা করার দরকার নেই। কারণ সেইগুলি খুঁজে করতে আমরা আপনাকে সাহায্য করব।

Optical Illusions
Optical Illusions

জেনে নিন পার্থক্যগুলি
আপনি যদি ছবিটিতে থাকা সূর্যের দিকে দেখেন, তাহলে দেখতে পাবেন একটি ছবিতে সূর্যেক কাছেই রয়েছে মেঘ। অপর ছবিতে মেঘ রয়েছে সূর্যের থেকে দূরে। এরপর আপনি যদি বাড়ির জানালার দিকে তাকান তাহলে দ্বিতীয় পার্থক্যটি নিজেই দেখতে পাবেন। ঘরের দরজার ফ্রেমে তৃতীয় পার্থক্য দেখতে পাবেন। এরপর বাড়ির পাশের বেড়ার মধ্যে চতুর্থ পার্থক্যটি আপনার নজরে আসবে। আর বাড়ির দেওয়ালে পঞ্চম পার্থক্য দেখতে পাবেন আপনি। এই ধরনের আরও প্রতিবেদনের জন্য নিয়মিত লগ ইন করুন Bangla.Aajtak.In।  

Advertisement

আরও পড়ুন - লোহার চেয়ে শক্ত, তুলোর চাইতে নরম; বলুন তো কী?

 

Advertisement