Optical Illusions Pictures Hidden Objects : শপিং করতে গিয়ে মেয়েটি ব্যাগ হারিয়ে ফেলেছে, আপনি দেখতে পাচ্ছেন?

প্রতিবেদনে যে ছবিটি রয়েছে তাতে পোশাকের দোকানে একটি মেয়েকে দেখা যাচ্ছে। ছবিতে প্রচুর পোশাকও দেখা যাচ্ছে। রয়েছে একটি ৫০% সেল লেখা বোর্ডও। কিন্তু মেয়েটির ব্যাগটি কোথাও হারিয়ে গিয়েছে। আর সেটি সে খুঁজে পাচ্ছে না। ওই ব্যাগটিই আপনাকে খুঁজে বের করতে হবে। 

Advertisement
শপিং করতে গিয়ে মেয়েটি ব্যাগ হারিয়ে ফেলেছে, আপনি দেখতে পাচ্ছেন?Optical Illusions
হাইলাইটস
  • ছবিটি মন দিয়ে দেখুন
  • একটা ব্যাগ লুকনো রয়েছে
  • আপনাকে খুঁজে বের করতে হবে

সোশ্যল মিডিয়ায় প্রায়শই অপটিক্যাল ইলিউশানযুক্ত ছবি ভাইরাল হয়। সেগুলি একনজরে দেখতে খুব সাধারণ হলেও তাতে কিছু না কিছু লুকিয়ে থাকে। এই প্রতিবেদনেও আমরা নিয়ে এসেছি তেমনই একটি অপটিক্যাল ইলিউশানযুক্ত ছবি, যেখানে আপনাকে একটি ব্যাগ খুঁজে বের করতে হবে। আপনি কি সেটি মাত্র ১০ সেকেন্ডে খুঁজে পাবেন?

ছবিতে কী রয়েছে?
প্রতিবেদনে যে ছবিটি রয়েছে তাতে পোশাকের দোকানে একটি মেয়েকে দেখা যাচ্ছে। ছবিতে প্রচুর পোশাকও দেখা যাচ্ছে। রয়েছে একটি ৫০% সেল লেখা বোর্ডও। কিন্তু মেয়েটির ব্যাগটি কোথাও হারিয়ে গিয়েছে। আর সেটি সে খুঁজে পাচ্ছে না। ওই ব্যাগটিই আপনাকে খুঁজে বের করতে হবে। 

আপনি কি মেয়েটির ব্যাগ খুঁজে পেয়েছেন? যদি পেয়ে গিয়ে থাকেন, তাহলে বলতেই হয় যে আপনার দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ। আর যদি এখনও না পেয়ে থাকেন, তাহলেও চিন্তা করার কিছু নেই। কারণ আমরা আপনাকে সেটি খুঁজে বের করতে সাহায্য করবো। 

Optical Illusions
Optical Illusions

যেখানে রয়েছে ব্যাগটি...
ব্যাগটি আপনার চোখের সামনেই রয়েছে। তবুও আপনি সেটি দেখতে পাচ্ছেন না। আসলে সেটি খুবই চালাকি করে লোকানো রয়েছে। আর সেই কারণে অনেকেই সেটি খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ছবিটির বামদিকে দেখুন, যেখানে প্রচুর পোশাক ঝোলানো রয়েছে, তারই নিচের দিকে কাপড়ের ফাঁকে দেখুন ব্যাগটি দেখা যাচ্ছে। আশা করি এবার আপনি ব্যাগটি দেখতে পেয়েছেন। এই ধরনের আরও প্রতিবেদনের জন্য লগ ইন করুন Bangla.Aajtak.In। 

আরও পড়ুন - পিকনিকের মাঝেই আইসক্রিম খুঁজে পাচ্ছে না শিশুটি, আপনি দেখতে পেয়েছেন?

 

POST A COMMENT
Advertisement