মন ও মাথাকে সজাগ এবং সক্রিয় রাখতে বিভিন্ন সময়ে মস্তিষ্কের ব্যায়াম করতে হয়। এটি করার সবচেয়ে সহজ উপায় হল অপটিক্যাল ইলিউশন ক্যুইজ (Optical Illusions Quiz) খেলা। এগুলোর মাধ্যমে আমরা বিনোদনের পাশাপাশি মনের ব্যায়াম করতে পারি। আসলে এই ছবিগুলোতে ইলিউশান তৈরি হয়। এক্ষেত্রে একই রকম দেখতে জিনিসের মধ্যে থেকে পার্থক্য খুঁজে বের করতে হয় বা ছবি থাকা ভুল খুঁজে বের করতে হয়। এই প্রতিবেদনেও আমরা তেমনই একটি ছবি নিয়ে এসেছি আপনাদের জন্য।
কী রয়েছে ছবিতে?
এই ছবিতে একসঙ্গে অনেক প্রজাপতি দেখা যাচ্ছে। ছোট-বড় বিভিন্ন রঙের প্রজাপতি দেখতেও খুব সুন্দর লাগছে। প্রজাপতিগুলি সংখ্যায় প্রচুর পরিমানে রয়েছে এবং একটি অন্যটির ওপরে রয়েছে। তবে এর মধ্যে একটি শুঁয়োপোকাও লুকিয়ে আছে। কিন্তু সেটি এমনভাবে আছে, যে সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানেই চ্যালেঞ্জ। কারণ ওই শুঁয়োপোকাটিকে আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। আপনিক কি সেটা দেখতে পাচ্ছেন?
এক্ষেত্রে বলে রাখা ভাল, ওই শুঁয়োপোকাটি আপনার চোখের সামনেই রয়েছে। কিন্তু সেটি এমনভাবে রয়েছে, যে খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। তবে আপনি যদি ওই শুঁয়োপোকাটিকে খুঁজে পেতে সক্ষম হন তাহলে আপনি সত্যিই তীক্ষ্ণ দৃষ্টিশক্তির উপকারী। আর যদি একান্তই শুঁয়োপোকাটিকে খুঁজে না পান, তাহলেও দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ সেটি খুঁজে বের করতে আমরা আপনাকে সাহায্য করব।
রয়েছে একটি কচ্ছপও
এই ছবিতে একটি কচ্ছপও রয়েছে। কিন্তু সেটিও দৃশ্যমান নয়, কারণ এটি প্রজাপতির রঙের সঙ্গে এমনভাবে মিশে রয়েছে যে সেটিকে সহজে দেখা যাচ্ছে না। এবার ফেরা যাক শুঁয়োপোকার আলোচনায়। আপনিও যদি শুঁয়োপোকাটি খুঁজে না পান, তাহলে এবার আমরা বলছি সেটি কোথায় আছে। আপনি যদি ছবির নিচে ডান দিকে তাকান, তাহলে আপনি একটি সবুজ প্রজাপতি দেখতে পাবেন। শুঁয়োপোকাটি সেখানেই ওই প্রজাপতিটির ওপরে বসে রয়েছে। এবার নিশ্চয় আপনি শুঁয়োপোকাটি দেখতে পেয়েছেন। এই ধরনের আরও প্রতিবেদনের জন্য নিয়মিত লগ-ইন করুন Bangla.Aajtak.In-এ।
আরও পড়ুন - ICSE-তে দেশে প্রথম জেলার ছেলে সম্বিত, ISC-তেও যুগ্ম প্রথম শুভম-মান্য