UP Job Fair: ৫১০০০ চাকরি! মোদী দেবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫১০০০ বেশি মানুষের হাতে দেবেন চাকরির নিয়োগপত্র। তাই যাঁরা খুঁজছেন, তাঁরা এই সুযোগটা কাজে লাগাতেই পারেন। যোগ দিতেই পারেন এই মেলায়।

Advertisement
৫১০০০ চাকরি! মোদী দেবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার৫১ হাজার চাকরি দেবেন মোদী
হাইলাইটস
  • নরেন্দ্র মোদী ৫১০০০ বেশি মানুষের হাতে দেবেন চাকরির নিয়োগপত্র
  • চাকরি প্রার্থীদের জন্য সুখবর
  • ১৭ তম বার্ষিক চাকরির মেলা অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশে

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫১০০০ বেশি মানুষের হাতে দেবেন চাকরির নিয়োগপত্র। তাই যাঁরা খুঁজছেন, তাঁরা এই সুযোগটা কাজে লাগাতেই পারেন। যোগ দিতেই পারেন এই মেলায়।

কোথায় হবে চাকরির মেলা?

১৭ তম বার্ষিক চাকরির মেলা অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশে। আরও নির্দিষ্ট করে বললে ইওয়া, ভাদোহি, মেরাট, এটা, বান্দা এবং ললিতপুরে হবে এই চাকরির মেলা। এখানে বড় বড় সব সংস্থারা উপস্থিত থাকবে বলে খবর। তারা যুবক, যুবতীদের হাতে তুলে দেবে নিয়োগপত্র।

আর এই মেলায় অংশগ্রহণ করতে চাইলে কোনও ফি দিতে হবে না। আপনাকে শুধু rojgaarsangam.up.gov.in-এ গিয়ে নিজের নাম নথিভুক্ত করে হবে। তারপর উপস্থিত হয়ে যান মেলায়। সেখানে ইন্টারভিউ দিয়ে পেয়ে যান চাকরি। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিন প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে। 

ভিডিয়ো বার্তা দেবেন নরেন্দ্র মোদী

এই চাকরির মেলা উপলক্ষে ভিডিও বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চাকরির বাজার বাড়ানোর ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, সেটাই তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া তিনি চাকরীপ্রার্থীদেরও কিছু উপদেশ দেবেন বলে মনে করা হচ্ছে।

তবে শুধু প্রধানমন্ত্রী মোদী নয়, পাশাপাশি কেন্দ্রীয়মন্ত্রী জীতেন্দ্র সিং এবং প্রতিমন্ত্রী অজয় তামতাও এই অনুষ্ঠানে উপস্থিত হবেন।

কোন কোন সেক্টরে মিলবে কাজ?

এই মেলায় একাধিক পোস্টে নিয়োগ হবে। বিশেষত, সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, অ্যাকাউন্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, সেলস এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ, কস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, এক্সিকিউটিভ ইত্যাদি পদে নিয়োগ হবে বলে খবর। তাই এই সব পদে যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা অবশ্যই মেলায় উপস্থিত হয়ে যান।

কবে হবে এই মেলা?

২৫ অক্টোবর থেকে শুরু করে এই মেলা। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

কারা অ্যাপ্লাই করতে পারবে?

১০, ১২ পাশ, আইটিআই, গ্র্যাজুয়েট ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সডরা এই মেলায় চাকরির আবেদন করতে পারেন।

বয়স কত থাকতে হবে?

Advertisement

১৮ বছর থেকে ৬৫ বছর বয়সীরা এই মেলায় চাকরির জন্য আবেদন করতে পারেন। তবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, সেটাও বিবেচ্য। সেটা দেখেই বয়সের মান ঠিক করা হবে।

কোন কোন ডকুমেন্ট লাগবে?

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • এক্সপিরিয়েন্স সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি।

 

ইন্টারভিউয়ের সময় এই সব ডকুমেন্ট দেখাতে হতে পারে। এই বিষয়ে সব তথ্য রয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটে।

POST A COMMENT
Advertisement