PNB Job News: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে LBO পদে নিয়োগ, আবেদন শুরু, রইল Direct Link

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB) তে চাকরির সুযোগ। PNB LBO Recruitment 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে। ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে নিয়োগ করা হবে।

Advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে LBO পদে নিয়োগ, আবেদন শুরু, রইল Direct LinkPNB LBO Recruitment 2025: পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে রিক্রুটমেন্ট।
হাইলাইটস
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB) তে চাকরির সুযোগ।
  • PNB LBO Recruitment 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে।
  • ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে নিয়োগ করা হবে।

PNB LBO Recruitment 2025: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB) তে চাকরির সুযোগ। PNB LBO Recruitment 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে। ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে নিয়োগ করা হবে। মোট পদের সংখ্যা ৭৫০। দেশের বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিফিকেশন: View PDF

আবেদন শুরু 
৩ নভেম্বর ২০২৫ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ২৩ নভেম্বর ২০২৫। অর্থাৎ হাতে সময় খুবই কম। তাই এখনই ফর্ম ভরে ফেলুন। পরীক্ষার সম্ভাব্য তারিখ ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ এর জানুয়ারি ।

কারা আবেদন করতে পারবেন?
গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। যে রাজ্যে আবেদন করবেন, সেই রাজ্যের স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক। অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে বেশি সুযোগ মিলবে।

বয়সসীমা ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ১ জুলাই ২০২৫ অনুযায়ী বয়স গণনা করা হবে। রিজার্ভেশন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পদের সংখ্যা ও গ্রেড
লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ করা হবে। গ্রেড JMGS-I। এই অফিসাররা মূলত ব্যাঙ্কের লোকাল লেভেলে দায়িত্ব সামলান। কাস্টমার সার্ভিস থেকে শুরু করে রোজকার ব্যাঙ্কিং সংক্রান্ত বিভিন্ন কাজ সামলাবেন LBO অফিসাররা।

আবেদনের পদ্ধতি
PNB LBO পদে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। আবেদনের পদ্ধতি দেখে নিন,

১. PNB র অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://pnb.bank.in/Recruitments.aspx

২. টPNB LBO Recruitment 2025 Apply Online” লিংকে ক্লিক করুন।

৩. একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।

৪. লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন, প্রয়োজনীয় নথি আপলোড করুন।

৫. ফি জমা দিন এবং ফর্ম সাবমিট করুন।

৬. ফর্ম জমা দেওয়ার পর একটি কনফার্মেশন পেজ ডাউনলোড করে রাখুন।

ফি
General, OBC এবং EWS প্রার্থীদের ১১৮০ টাকা।

SC, ST এবং PWD প্রার্থীদের ৫৯ টাকা।

ফি অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

Advertisement

সিলেকশন প্রসেস
প্রথমে লিখিত পরীক্ষা হবে। 

যাঁরা পাশ করবেন, তাঁদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (LPT) দিতে হবে।

সব শেষে ইন্টারভিউ হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ(Important Dates)
নোটিফিকেশন: ৩ নভেম্বর ২০২৫
আবেদন শুরু: ৩ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০২৫
পরীক্ষা: ডিসেম্বর ২০২৫ / জানুয়ারি ২০২৬

PNB তে এই অফিসার নিয়োগ নিঃসন্দেহে একটি সুখবর। যাঁরা প্রবেশনারি অফিসার জাতীয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ।

POST A COMMENT
Advertisement