PNB Recruitment 2025: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭৫০ কর্মী নিচ্ছে, ঢুকেই ৫০ হাজার টাকা Salary

PNB LBO Recruitment 2025: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির সুযোগ। লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer, LBO) পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশজুড়ে বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে।

Advertisement
Punjab National Bank ৭৫০ কর্মী নিচ্ছে, ঢুকেই ৫০ হাজার টাকা Salaryপঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে চাকরির সুযোগ।
হাইলাইটস
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB) তে চাকরির সুযোগ।
  • PNB LBO Recruitment 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে।
  • ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে নিয়োগ করা হবে।

PNB LBO Recruitment 2025: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির সুযোগ। লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer, LBO) পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশজুড়ে বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৭৫০। অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত দেখতে পাবেন।

আবেদনের শেষ দিন
৩ নভেম্বর ২০২৫ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ নভেম্বর ২০২৫। হাতে সময় কম, তাই দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্ম ফিল আপ করে ফেলুন।

প্রাথমিকভাবে পরীক্ষা ডিসেম্বর ২০২৫ অথবা জানুয়ারি ২০২৬ এ  হতে পারে বলে জানানো হয়েছে।

এলিজিবিলিটি
গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকা আবশ্যক।

যে রাজ্যের(State) জন্য আবেদন করবেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে সিলেকশনে প্রায়োরিটি পাবেন।

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বয়স ১ জুলাই ২০২৫ অনুযায়ী গণনা করা হবে।

রিজার্ভেশন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কোন পদে নিয়োগ হবে?
লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ করা হবে।

গ্রেড JMGS-I ।

ব্যাঙ্কের স্থানীয় শাখায় গ্রাহক পরিষেবা, দৈনন্দিন ব্যাঙ্কিং সহ নানান দায়িত্ব সামলাবেন এই অফিসাররা।

কীভাবে আবেদন করবেন?
সম্পূর্ণ অনলাইনে আবেদন  করতে হবে। 

অফিসিয়াল সাইটে যান: https://pnb.bank.in/Recruitments.aspx

'PNB LBO Recruitment 2025 Apply Online' অপশন সিলেক্ট করুন।

 ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।

লগইন করে ফর্ম ফিল আপ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।

ফি জমা দিয়ে Submit করুন।

সব শেষে কনফার্মেশন পেজ ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন।

আবেদন ফি

ক্যাটাগরি ফি (₹)

General / OBC / EWS 1180

SC / ST / PWD 59

ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

সিলেকশন প্রসেস

লিখিত পরীক্ষা

ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (LPT)

ইন্টারভিউ

গুরুত্বপূর্ণ তারিখ(Important Dates)

Advertisement

নোটিফিকেশন রিলিজ: ৩ নভেম্বর ২০২৫

আবেদন শুরু: ৩ নভেম্বর ২০২৫

আবেদন শেষ: ২৩ নভেম্বর ২০২৫

পরীক্ষা: ডিসেম্বর ২০২৫ / জানুয়ারি ২০২৬

যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে স্থায়ী চাকরি খুঁজছেন, বিশেষত PO / Clerk প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। 

POST A COMMENT
Advertisement