TET Model Question Paper: TET-এ এই ধরনের প্রশ্ন আসবে, জানাল পর্ষদ, উত্তর পারবেন আপনি?

TET Examination Model Question Paper: পাঁচ বছর পর ফের অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট। গত বুধবার বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। যাবতীয় বিতর্কের মধ্য়েই পরীক্ষার ঘোষণা করা হয়। আগামী ১১ ডিসেম্বর ২০২২-এ টেট পরীক্ষা। জারি হয়েছে টেট পরীক্ষার গাইডলাইন। সঙ্গে দেওয়া হয়েছে মডেল প্রশ্নপত্র।

Advertisement
TET-এ এই ধরনের প্রশ্ন আসবে, জানাল পর্ষদ, উত্তর পারবেন আপনি?প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রায় পাঁচ বছর পর ফের অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট
  • আগামী ১১ ডিসেম্বর ২০২২-এ টেট পরীক্ষা
  • মোট ১৫০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে

TET Examination Model Question Paper: প্রায় পাঁচ বছর পর ফের অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট (Primary TET)। গত বুধবার বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। যাবতীয় বিতর্কের মধ্য়েই পরীক্ষার ঘোষণা করা হয়। আগামী ১১ ডিসেম্বর ২০২২-এ টেট পরীক্ষা। জারি হয়েছে টেট পরীক্ষার গাইডলাইন। সঙ্গে দেওয়া হয়েছে মডেল প্রশ্নপত্র। পরীক্ষার আগে দেখে নিন কেমন হতে পারে প্রশ্নপত্র।

আবেদনের শেষ তারিখ কবে?
আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর, ২০২২। ১১ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। 

কেমন হবে প্রশ্নপত্র?
মোট ১৫০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ে ৩০ টি করে প্রশ্ন থাকবে। এভাবে ৫ বিষয়ে ১৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি প্রশ্ন থাকবে বাংলা ও ইংরেজিতে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। 

এদিন মডেল প্রশ্নপত্রও প্রকাশ করে পর্ষদ। দেখে নিন প্রশ্নপত্র-

মোট ১৫০ নম্বরের মধ্যে যাঁরা ৬০ শতাংশ নম্বর পাবেন, তাঁরাই পাশ বলে বিবেচিত হবেন। SC,ST, OBC-A, OBC-B, PH, EC, Ex-Servicemen-এদের ক্ষেত্রে নম্বরের ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। 

পর্ষদ এও জানিয়েছে, টেট পাশ (Tet Pass) করা মানেই চাকরি পেয়ে যাওয়া নয়। আরও যে সব ধাপ রয়েছে সেগুলো পেরিয়ে তবেই চাকরি মিলবে। 

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা মতো ১৪ অক্টোবর থেকে (West Bengal Primary School Recruitment) টেট (TET)-এ বসার আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার মোট ১১ হাজার জনকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য নিয়োগ করা হবে। মনে করা হচ্ছে, এবছর কয়েক লাখ পরীক্ষার্থী আবেদন করবেন। কতদিন আবেদন করা যাবে ও দিনের কখন কখন পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে Tet-এর আবেদন নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে।

POST A COMMENT
Advertisement