Purulia School Vacancy: পুরুলিয়ায় ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ, আবেদনের লিঙ্ক purulia.gov.in

ইংলিশ মিডিয়ামে শিক্ষক, শিক্ষিকা পদে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু শিক্ষক নয়, নিয়োগ করা হবে শিক্ষাকর্মীও।

Advertisement
পুরুলিয়ায় ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ, আবেদনের লিঙ্ক purulia.gov.in পুরুলিয়ায় ইংলিশ মিডিয়াম স্কুলে প্রচুর নিয়োগ
হাইলাইটস
  • শিক্ষক-শিক্ষিকা নিয়োগের যোগ্যতা কী?
  • শিক্ষাকর্মীও নেওয়া হবে একাধিক পদে
  • বয়স ও আবেদনের পদ্ধতি

আপনি কি BEd পাশ করে স্কুলে শিক্ষকতার জন্য চাকরি খুঁজছেন? তাহলে সরকারি চাকরির বড় সুযোগ রয়েছে। পুরুলিয়াতে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের তরফে ইংলিশ মিডিয়ামে শিক্ষক, শিক্ষিকা পদে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু শিক্ষক নয়, নিয়োগ করা হবে শিক্ষাকর্মীও।

সম্প্রতি পুরুলিয়া জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক প্রয়োজন। এ ছাড়াও শিক্ষাকর্মী পদেও নিয়োগ হবে। কোন পদে কত বেতন, তাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শিক্ষক-শিক্ষিকা নিয়োগের যোগ্যতা কী?

অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ জানিয়েছে, টিচার ইন চার্জ, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে মোট ৬ জনকে নিয়োগ করা হবে। আবেদনকারীরবাংলা, ইংরেজি, ইতিহাস, অঙ্ক, বায়োলজি বিষয়ে ব্যাচেলার অফ এডুকেশন বা BEd ডিগ্রি থাকতে হবে। সরাসরি ইন্টারভিউ হবে। তাতে পাশ করলে নিয়োগ।

শিক্ষাকর্মীও নেওয়া হবে একাধিক পদে

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুলিয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে  হস্টেলের সুপার, মেট্রন, ক্লার্ক, পিওন, কুক, হেল্পার, সাফাইকর্মী, নাইটগার্ড পদেও নিয়োগ হবে। গ্র্যাজুয়েট হতে হবে। এবং কিছু পদের জন্য অষ্টম শ্রেণি পাশ মাস্ট। এই সব পদে মোট শূন্য স্থান ৮।

মাইনে কত?

টিচার ইন চার্জ প্রতি মাসে ২৩ হাজার টাকা করে পাবেন। অ্যাসিস্ট্যান্ট টিচাররা পাবেন ১৮ হাজার টাকা। হস্টেলের সুপার, লেডিস হস্টেলের মেট্রন পাবেন ১৩ হাজার ৫০০ টাকা। ক্লার্কের মাইনেও ১৩ হাজার ৫০০ টাকা। পিওন ও রাঁধুনি পদে পারিশ্রমিক ১২ হাজার টাকা। অন্যান্য সব পদে ৮ হাজার ৩৮০ টাকা করে প্রতিমাসে মিলবে।

বয়স ও আবেদনের পদ্ধতি

আবেদনকারীদের বয় ১৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। পোস্টালে মুখবন্ধ খামে ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন পাঠাতে হবে। শর্টলিস্টেড হলে ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বাছাই হবে। purulia.gov.in ওয়েবসাইটে বিস্তারিত তথ্য মিলবে। পরীক্ষার তারিখও এই ওয়েবসাইটে থাকবে।

Advertisement

POST A COMMENT
Advertisement