Purulia এ Health সেক্টরে এ Job, ২৮ হাজার টাকা মাইনে, রইল বিস্তারিত

পুরুলিয়া জেলায় স্বাস্থ্য খাতে চাকরি। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) প্রকল্পে একাধিক চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
Purulia এ Health সেক্টরে এ Job, ২৮ হাজার টাকা মাইনে, রইল বিস্তারিত একাধিক চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
হাইলাইটস
  •  জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে Vacancy।
  • জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এর অধীনে একাধিক চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই আবেদন করতে হবে। ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

পুরুলিয়া জেলায় স্বাস্থ্য খাতে চাকরি। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) প্রকল্পে একাধিক চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল লক্ষ্য গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকর ভাবে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই বিভিন্ন ব্লক ও স্বাস্থ্যকেন্দ্রে দক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে। আবেদন চলবে আগামী ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। তবে আবেদনকারীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ৮ জানুয়ারির মধ্যেই। পুরো প্রক্রিয়াটিই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই-গভর্ন্যান্স সেকশনের ‘Online Recruitment’ লিঙ্কের মাধ্যমে আবেদন জানাতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, কোনও পরিস্থিতিতেই কাগজে বা অফলাইনে আবেদন গ্রহণ করা হবে না। একই সঙ্গে আবেদনকারীদের আলাদা করে কোনও নথি ডাকযোগে পাঠানোর প্রয়োজন নেই। তবে নথি যাচাইয়ের দিন সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে স্বশরীরে হাজির থাকতে হবে।

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১০টি শূন্যপদ পূরণ করা হবে। মেল কাউন্সেলর, ফিমেল কাউন্সেলর, সাইকোলজিস্ট, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এবং সোশ্যাল ওয়ার্কার, এই ছ’টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হবে। জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মানসম্মত পরিষেবা বজায় রাখতে এই পদগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। বেতন কাঠামোও পদভেদে আলাদা। মাসিক পারিশ্রমিক ন্যূনতম ১৮ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ২৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে। চুক্তিভিত্তিক হলেও এই বেতন কাঠামো চাকরিপ্রার্থীদের কাছে যথেষ্ট আকর্ষণীয় বলেই মত অনেকের।

যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। উদাহরণস্বরূপ, সাইকোলজিস্ট পদে আবেদন করতে হলে মনোবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য পদগুলির ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। তাই আবেদন করার আগে নির্দেশিকা মন দিয়ে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর।

Advertisement

আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি স্থানীয় ভাষা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। নথি যাচাইয়ের দিন অনলাইন থেকে ডাউনলোড করা আবেদনপত্রের স্বপ্রত্যয়িত কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট, ভোটার আইডি বা আধার কার্ড, অভিজ্ঞতার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, ইডব্লিউএস বা পিডব্লিউডি সার্টিফিকেট, সব নথিই জমা দিতে হবে। 

POST A COMMENT
Advertisement