scorecardresearch
 

Interview Questions : ভারতের কোন গ্রামে আজও সমস্ত কথোপকথন সংস্কৃততে হয়? জেনে নিন

সরকারি চাকরির ইন্টারভিউতে অনেক সময় এমন প্রশ্ন করা হয় যার উত্তর খুব সহজে দেওয়া যায় না। কখনও কখনও চাকরি প্রার্থীদের উপস্থিত বুদ্ধিরও পরীক্ষা নেওয়া হয়। আর জন্য বেশকিছু প্রশ্ন ঘুরিয়েও করা হয়। চলুন দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও তার উত্তর। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরি ইন্টারভিউতে ধরা হয় কিছু বিবিধ প্রশ্ন
  • কিছু প্রশ্ন থাকে উপস্থিত বুদ্ধি পরীক্ষার জন্য
  • জেনে নিন তেমনই কিছু প্রশ্ন-উত্তর

বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া খুব একটা সোজা বিষয় নয়। তার জন্য কঠিন পরীক্ষা ও ইন্টারভিউতে পাশ করতে হয়। আর ইন্টারভিউতে অনেক সময় এমন প্রশ্ন করা হয় যার উত্তর খুব সহজে দেওয়া যায় না। কখনও কখনও চাকরি প্রার্থীদের উপস্থিত বুদ্ধিরও পরীক্ষা নেওয়া হয়। আর জন্য বেশকিছু প্রশ্ন ঘুরিয়েও করা হয়। চলুন দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও তার উত্তর। 

প্রশ্ন - ভারতের কোন গ্রামে আজও সংস্কৃত ভাষায় কথোপকথন হয়? 
উত্তর - কর্ণাটক রাজ্যের মাত্তুর গ্রামে আজও সাধারণ কথাবার্তা সম্পূর্ণ সংস্কৃত ভাষাতেই হয়। 

প্রশ্ন - স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে?
উত্তর - মৌলনা আবুল কালাম আজাদ। 

প্রশ্ন - কোন পাখি পুরুষ ও স্ত্রী উভয়েই সন্তানকে দুধ পান করায়?
উত্তর - পুরুষ ও স্ত্রী পায়রা নিজেদের গলায় দুধের মতো জিনিস তৈরি করে ও জন্মের পর বাচ্চাকে পান করায়। 

প্রশ্ন - ভারতের কোন রেলওয়ে স্টেশন দুটি রাজ্যের মধ্যে পড়ে?
উত্তর - সুরাট-ভুসাওয়াল লাইনে নবাপুর স্টেশনের অর্ধেক গুজরাত ও বাকি অর্ধেক মহারাষ্ট্রের অন্তর্গত।  

প্রশ্ন - কোন প্রাণী জন্মের ২ মাস পর পর্যন্ত ঘুমোয়?
উত্তর - ভাল্লুক

আরও পড়ুনমাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলি, উত্তর জানেন?


 

Advertisement