scorecardresearch
 

রেলে বিভিন্ন পদে প্রচুর চাকরি, মাইনে মাসে ৩৫ হাজার, রইল সমস্ত তথ্য

সমস্ত পদে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২২। স্টেশন মাস্টার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক হতে হবে। অন্যদিকে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য আবেদনকারীকে দ্বাদশ পাশ হতে হবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রেলে অনেক চাকরি
  • বিভিন্ন পদে হচ্ছে নিয়োগ
  • শুরু আবেদন প্রক্রিয়া

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে (WCR) স্টেশন মাস্টার, স্টেশন কমার্শিয়াল কাম টিকিট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের মতো বিভিন্ন NTPC (নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পদের জন্য আবেদনপত্র চাইছে। জিডিসিই কোটায় নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এনটিপিসি স্নাতক পদে ৫৫টি  এবং দ্বাদশ পাশে ৬৬টি শূন্যপদ রয়েছে। নিয়োগের জন্য সিঙ্গল স্টেজ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), অ্যাপটিটিউড টেস্ট / টাইপিং স্কিল টেস্ট হবে।

শিক্ষাগত যোগ্যতা
আজ থেকেই সমস্ত পদে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২২। স্টেশন মাস্টার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক হতে হবে। অন্যদিকে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য আবেদনকারীকে দ্বাদশ পাশ হতে হবে।

বয়সসীমা ও বেতন
অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪২ বছর। অন্যদিকে, OBC প্রার্থীদের জন্য বয়সসীমা ৪৫ বছর এবং SC ও ST প্রার্থীদের জন্য ৪৭ বছর রাখা হয়েছে। স্টেশন মাস্টার পদে প্রতি মাসে বেতন ৩৫,৪০০ টাকা, সিনিয়র বাণিজ্যিক কাম টিকিট ক্লার্ক পদের বেতন ২৯,২০০ টাকা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য ২৯,২০০ টাকা, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে ২১,৭০০ টাকা, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদের ১৯,৯০০ টাকা এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে প্রতি মাসে ১৯,৯০০ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া
একক পর্যায় কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
যোগ্যতা পরীক্ষা / টাইপিং দক্ষতা পরীক্ষা (যেখানে প্রযোজ্য)
ডকুমেন্ট যাচাই/মেডিক্যাল পরীক্ষা

Advertisement

আরও পড়ুনহঠাত্‍ অনিয়মিত পিরিয়ডস, করোনার জের? বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন...

 

Advertisement