scorecardresearch
 

Railway Recruitment 2022 : বিনা পরীক্ষায় রেলে চাকরি, মাধ্যমিক পাশ হলেই চলবে

প্রার্থীরা সরাসরি rrcpryj.org লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন। এই লিঙ্কে গিয়ে RRC North Central Railway NCR Recruitment 2022 Notification PDF-এ ক্লিক করেও অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেখতে পারেন । মোট ১,৬৫৯ টি শূণ্যপদে নিয়োগ (Railway Recruitment 2022) করা হবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রেলে চাকরির সুযোগ
  • নেওয়া হচ্ছে শিক্ষানবিশ
  • যোগ্যতা মাধ্যমিক পাশ

ভারতীয় রেলে (Indian Railway)  চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, উত্তর মধ্য রেলওয়েতে (NCR) শিক্ষানবিশ পদে নিয়োগের (Railway Recruitment 2022) জন্য আবেদন চাইছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org-এ গিয়ে আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ১ আগস্ট।

এছাড়াও, প্রার্থীরা সরাসরি rrcpryj.org লিঙ্কের মাধ্যমেও আবেদন করতে পারেন। এই লিঙ্কে গিয়ে RRC North Central Railway NCR Recruitment 2022 Notification PDF-এ ক্লিক করেও অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেখতে পারেন । মোট ১,৬৫৯ টি শূণ্যপদে নিয়োগ (Railway Recruitment 2022) করা হবে।

অনলাইনে আবেদন করার শুরুর তারিখ - ২ জুলাই ২০২২
অনলাইনে আবেদন করার শেষ তারিখ - ১ আগস্ট ২০২২

Railway Recruitment 2022 : শূন্যপদের বিবরণ
মোট পদ সংখ্যা - ১,৬৫৯
প্রয়াগরাজ - ৭০৩
ঝাঁসি - ৬৬০
আগ্রা - ২৯৬

Railway Recruitment 2022 : শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে ন্যূনতম ৫০% নম্বর-সহ যে কোনও স্বীকৃত বোর্ড থেকে এসএসসি/ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও, সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি থাকতে হবে।

Railway Recruitment 2022 : প্রার্থীর বয়সসীমা
প্রার্থীদের বয়স সীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

Railway Recruitment 2022 : আবেদন ফি
আবদনের জন্য প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে।

আরও পড়ুনপরপর ৫ বার যমজ সন্তানের জন্ম দিলেন মহিলা, রাগে বাড়ি ছাড়লেন স্বামী

 

Advertisement