scorecardresearch
 

RRB NTPC, Group D New Notice : পরীক্ষার্থীদের দাবি মেনে রিভাইসড রেজাল্ট জারি করবে রেল, দেখুন নোটিশ

জানুয়ারি মাসে RRB NTPC CBT ১ এর রেজাল্ট ও RRC Group D-এর রিভাইসড বিজ্ঞপ্তি জারি হওয়ার পর বিরোধিতা করেন পরীক্ষার্থীরা। যার জেরে একটি কমিটি গঠন করে বিষয়টিতে পুনর্বিবেচনা করে বোর্ড। তরপরেই রিভাইসড রেজাল্ট জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • পরীক্ষার্থীদের দাবি মেনে নিল রেল
  • রিভাইসড রেজাল্ট জারির সিদ্ধান্ত
  • রইল নয়া নোটিশ

বড়সড় বিরোধিতার পর পরীক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নিল রেলওয়েল রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। এই বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ জারি করে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, নির্ধারিত পদের থেকে ২০ গুণ অনন্য প্রার্থীদের নির্বাচন করা হবে। যাঁরা আগে থেকে পাশ তাঁদের উত্তীর্ণ হিসেবেই ধরা হবে। অতিরিক্ত রেজাল্টও খুব শীঘ্রই জারি করবে বোর্ড। দেখে নিন নোটিশে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলি। 

RRB NTPC রেজাল্টে হবে এই পরিবর্তন 
NTPC-র দ্বিতীয় ধাপের কম্পিউটার নির্ভর টেস্টের জন্য বেতন কাঠামো অনুযায়ী ২০ গুণ অনন্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। 
আগে থেকে কোয়ালিফাই ঘোষণা করা প্রার্থীরা উত্তীর্ণই থাকবেন। 
বাছাই করা অতিরিক্ত প্রার্থীদের তালিকা প্রতিটি বেতন স্তরে প্রকাশ করা হবে।
প্রতিটি বেতন স্তরের জন্য পৃথক CBT ২-এর আয়োজন করা হবে।

RRC Group D নিয়োগে হবে এই পরিবর্তন
RRC Group D (লেবল ১) এক ধাপের পরীক্ষা হবে, কোনও দ্বিতীয় ধাপের সিবিটি হবে না। 
প্রতিটি আরআরবি-র জন্য আলাদ আলাদ সিবিটি আয়োজিত হবে। 
আর্থিকভাবে দুর্বল (EWS) শ্রেণির জন্য আয় বা সম্পত্তির যেকোনও প্রমাণপত্রই বৈধ বলে বিবেচিত হবে। 

প্রসঙ্গত, জানুয়ারি মাসে RRB NTPC CBT ১ এর রেজাল্ট ও RRC Group D-এর রিভাইসড বিজ্ঞপ্তি জারি হওয়ার পর বিরোধিতা করেন পরীক্ষার্থীরা। যার জেরে একটি কমিটি গঠন করে বিষয়টিতে পুনর্বিবেচনা করে বোর্ড। তরপরেই রিভাইসড রেজাল্ট জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিসিয়াল নোটিশটি দেখার জন্য এখানে ক্লিক করুন। 

আরও পড়ুনচলতি সপ্তাহেই বাড়বে গ্রীষ্মের অনুভূতি, কত ডিগ্রি?

 

Advertisement