scorecardresearch
 

RRB NTPC Revised Result 2022 Date : কবে বেরোবে RRB NTPC-র রিভাইসড রেজাল্ট? দেখুন নোটিশ

RRB NTPC CBT 1 অনলাইন পরীক্ষা 28 ডিসেম্বর 2020 থেকে 31 জুলাই 2021 পর্যন্ত ৭টি পর্যায়ে আয়োজিত হয়েছিল। মোট  35281টি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়। 1.25 কোটিরও বেশি চাকরিপ্রার্থী আবেদন করেন এবং পরীক্ষায় উপস্থিত হন। 

Advertisement
নোটিশ নোটিশ
হাইলাইটস
  • রিভাইসড রেজাল্ট নিয়ে নোটিশ
  • নোটিশ জারি আরআরবি-র
  • এপ্রিলের প্রথম সপ্তাহে রেজাল্ট

NTPC CBT 1-এর রিভাইসড রেজাল্টের নোটিশ জারি করে দিয়েছে RRB। বোর্ড জানিয়েছে প্রথম ধাপের অনলাইন পরীক্ষার রিভাইসড রেজাল্ট জারি করা হবে এবং তাতে মোট শূন্যপদের 20 ইউনিক পরীক্ষার্থী কোয়ালিফাই করবে। বিজ্ঞপ্তি অনুসারে, RRB NTPC CEN 01/2019 পরীক্ষার সংশোধিত ফলাফল এপ্রিল 2022-এর প্রথম সপ্তাহের মধ্যে আঞ্চলিক অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

RRB NTPC CBT 1 অনলাইন পরীক্ষা 28 ডিসেম্বর 2020 থেকে 31 জুলাই 2021 পর্যন্ত ৭টি পর্যায়ে আয়োজিত হয়েছিল। মোট  35281টি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়। 1.25 কোটিরও বেশি চাকরিপ্রার্থী আবেদন করেন এবং পরীক্ষায় উপস্থিত হন। 

আগের রেজাল্টে আপত্তি জানিয়ে দেশব্যাপী প্রতিবাদ দেখিয়েছিলেন পরীক্ষার্থীরা। তাঁদের বলেন, সাত লক্ষ চাকরিপ্রার্থীর পরিবর্তে সাত লক্ষ রোলনম্বর কোয়ালিফাই করানো হয়েছে। অর্থাৎ, একজন প্রার্থীকে স্নাতক এবং ইন্টারমিডিয়েট উভয় পদের জন্যই শর্টলিস্ট করা যেতে পারে। যার ফলে অন্যান্য প্রার্থীদের CBT-2-এ শর্ট লিস্টেড হওয়ার সম্ভাবনা কমে যায়। বোর্ড শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে সংশোধিত ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থীরা জারি করা বিজ্ঞপ্তিতে অন্যান্য সমস্ত তথ্য পরীক্ষা করতে পারেন। এরপরেই বোর্ড পরীক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নিয়ে রিভাইসড রেজাল্ট জারি করার সিদ্ধান্ত নেয়। নোটিশ থেকে অন্যান্য সমস্ত তথ্য পাবেন চাকরিপ্রার্থীরা। 

আরও পড়ুনমাধ্যমিক পাশে ভারতীয় সেনায় চাকরির সুযোগ, বেতন ৫৬ হাজার টাকা

 

Advertisement