How to Check WBJEE Result 2025: জয়েন্টের রেজাল্ট চলতি সপ্তাহেই, কীভাবে দেখবেন স্কোর? রইল সব তথ্য

তিন মাস অপেক্ষার পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল ঘোষণা হতে চলেছে। জয়েন্ট এন্ট্রাস বোর্ডের সভাপতি সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৭ অগাস্ট ফল ঘোষণা করা হবে। চলতি বছর ২৭ এপ্রিল হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা দিয়েছেন ১ লক্ষেরও বেশি ছাত্র ছাত্রী। কিন্তু ৩ মাসের বেশি সময় ধরে আটকে ছিল ফলপ্রকাশ। এই পরীক্ষার ফল পাওয়া যাবে বোর্ডের দুটি অফিসিয়াল ওয়েবসাইটে। কীভাবে দেখবেন রেজাল্ট? জেনে নিন বিস্তারিত-

Advertisement
জয়েন্টের রেজাল্ট চলতি সপ্তাহেই, কীভাবে দেখবেন স্কোর? রইল সব তথ্য কীভাবে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দেখবেন জানুন

তিন মাস অপেক্ষার পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল ঘোষণা হতে চলেছে। জয়েন্ট এন্ট্রাস বোর্ডের সভাপতি সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৭ অগাস্ট ফল ঘোষণা করা হবে। চলতি বছর ২৭ এপ্রিল হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা দিয়েছেন ১ লক্ষেরও বেশি ছাত্র ছাত্রী। কিন্তু ৩ মাসের বেশি সময় ধরে আটকে ছিল ফলপ্রকাশ। এই পরীক্ষার ফল পাওয়া যাবে বোর্ডের দুটি অফিসিয়াল ওয়েবসাইটে। কীভাবে দেখবেন রেজাল্ট? জেনে নিন বিস্তারিত-

বোর্ডের দুটি অফিসিয়াল ওয়েবসাইট-

  • www.wbjeeb.nic.in 
  • www.wbjeeb.in

রেজাল্ট  কীভাবে ডাউনলোড করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইট, wbjeeb.nic.in/wbjee-তে যান।
  • "Important Link" বিভাগের অধীনে, "Rank Card For WBJEE 2025" এ ক্লিক করুন।
  • আপনার আবেদন নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন লিখুন।
  • "Sign in" বোতামে ক্লিক করুন।
  • আপনার রেজাল্ট  স্ক্রিনে দেখানো হবে।
  • ভবিষ্যতের রেফারেন্সের জন্য আপনার ফলাফল ডাউনলোড করুন।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে জয়েন্টের ফলপ্রকাশ না হওয়ায় উদ্বেগ বাড়ছিল পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে। কলেজে কলেজে ছাত্র ভর্তি নিয়ে দানা বাঁধতে শুরু করেছিল সিঁদুরে মেঘ। কেউ কেউ আর দেরি না করে ইতিমধ্যেই অন্য রাজ্যে বা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছেন।  এখন দেখার রেজাল্ট বের হওয়ার পর পরিস্থিতির কতটা বদল হয়। 

POST A COMMENT
Advertisement