scorecardresearch
 

RRB Recruitment 2023 Gangman Post : রেলে প্রায় ২১ হাজার শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি কবে?

এই নিয়োগগুলি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা গ্যাংম্যান পদে নিয়োগ করা হবে। এসব পদের জন্য নির্বাচিত প্রার্থীদের রেলক্রসিংয়ে নিয়োগ দেওয়া হবে। রেলের ১৭টি জোনে এই নিয়োগের প্রস্তুতির জন্য আদেশ দেওয়া হয়েছে। এখন শুধু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা।

Advertisement
রেলে চাকরির সুযোগ রেলে চাকরির সুযোগ
হাইলাইটস
  • রেলে চাকরি করতে চান?
  • আসছে সুযোগ
  • জেনে নিন বিস্তারিত

অনেকেই সরকারি চাকরি করতে চান। তার জন্য জোরকদমে প্রস্তুতিও নেন তাঁরা। এর মধ্যে অনেকেই চান রেলে চাকরি করতে। সেক্ষেত্রে যাঁরা দীর্ঘদিন ধরে রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এবার সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) শীঘ্রই ২০,৭১৯ গ্রুপ ডি শূন্যপদ নিয়োগ করতে চলেছে। ওই শূন্য পদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর, যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার ধাপগুলিও অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

এই নিয়োগগুলি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা গ্যাংম্যান পদে নিয়োগ করা হবে। এসব পদের জন্য নির্বাচিত প্রার্থীদের রেলক্রসিংয়ে নিয়োগ দেওয়া হবে। রেলের ১৭টি জোনে এই নিয়োগের প্রস্তুতির জন্য আদেশ দেওয়া হয়েছে। এখন শুধু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা।

এক্ষেত্রে বলে রাখা দরকার ২০,৭১৯ টি পদের মধ্যে ৩,৩৩০টি পদ প্রাক্তন সেনাদের জন্য সংরক্ষিত থাকবে। তবে, শূন্যপদ সম্পর্কিত আরও তথ্যের জন্য, প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে।

এর আগে ২০১৯ সালে বিশাল বড় নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যার আওতায় ১ লাখেরও বেশি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। তবে এসব নিয়োগের চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। এর আগে বোর্ড জানিয়েছিল, করোনা মহামারির কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে খুব তাড়াতাড়িই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।

অতীতে হয়েছে আন্দোলন
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তনের কারণে, এর আগে পরক্ষীর্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। বেশ কয়েক জায়গায় আন্দোলনও করা হয় পরীক্ষার্থীদের তরফে। এমনকী কোথাও কোথাও উপড়ে ফেলা হয় রেলের লাইনও। এই বিক্ষোভের সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছিল উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানে। তবে আপাতত ২০,৭১৯ গ্রুপ ডি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় চাকরি প্রার্থীরা। 

Advertisement

আরও পড়ুন - চাকরির সুবর্ণ সুযোগ, আবেদনের সময়সীমা বাড়াল এই ব্যাঙ্ক; প্রচুর শূন্যপদ

 

Advertisement