​​​​​​​SBI Clerk 2025 Preliminary Exam: পরীক্ষার তারিখ জানিয়ে দিল স্টেট ব্যাঙ্ক, চাকরি হলে বেতন কত?

​​​​​​​SBI Clerk 2025 Preliminary Exam: ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েটস) নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। আগামী ২০, ২১ এবং ২৭ সেপ্টেম্বর ২০২৫ প্রিলিমিনারি পরীক্ষা  হবে।

Advertisement
SBI Clerk 2025 পরীক্ষার তারিখ জানিয়ে দিল স্টেট ব্যাঙ্ক, চাকরি হলে বেতন কত?প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছে SBI।
হাইলাইটস
  • ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েটস) নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
  • আগামী ২০, ২১ এবং ২৭ সেপ্টেম্বর ২০২৫ প্রিলিমিনারি পরীক্ষা  হবে।
  • মোট ৬,৫৮৯ শূন্যপদ পূরণ করা হবে।

SBI Clerk 2025 Preliminary Exam: ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েটস) নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। আগামী ২০, ২১ এবং ২৭ সেপ্টেম্বর ২০২৫ প্রিলিমিনারি পরীক্ষা  হবে। মোট ৬,৫৮৯ শূন্যপদ পূরণ করা হবে। SBI এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছে SBI।

বেতন
২৪,০৫০ টাকা থেকে ৬৪,৪৮০ টাকা পর্যন্ত বেতন। তার উপর বিভিন্ন আকর্ষণীয় ভাতা যুক্ত হবে।

মোট পদের মধ্যে ৫,১৮০টি রেগুলার এবং ১,৪০৯টি ব্যাকলগ ভ্যাকেন্সি:
জেনারেল: ২,২৫৫
এসসি: ৭৮৮
এসটি: ৪৫০
অন্যান্য অনগ্রসর শ্রেণী(OBC): ১,১৭৯ জন
EWS: ৫০৮

পরীক্ষা কতক্ষণের?
প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের। অনলাইনে পরীক্ষা হবে। মূল পরীক্ষায় ২০০ নম্বরের ১৯০টি প্রশ্ন থাকবে। সময় ২ ঘন্টা ৪০ মিনিট। যাঁরা দশম বা দ্বাদশ শ্রেণীতে স্থানীয় ভাষা পড়েননি, তাঁদের একটি ল্যাঙ্গুয়েজ টেস্টও দিতে হবে। 

এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি ২০২৫: পরীক্ষার তারিখ

আগামী ২০, ২১ এবং ২৭ সেপ্টেম্বর ২০২৫ এ SBI Clerk Prelims 2025 পরীক্ষা হবে। 

শেষ মুহূর্তের টিপস

মক টেস্ট দিন: হাতে আর মাত্র ১২ দিন। পারলে রোজ ২ থেকে ৩টি মক টেস্ট দিন। একেবারে ঘড়ি ধরে, কম্পিউটারে বসে পরীক্ষা দিন। ৩ দিন লাগাতার পরীক্ষা দেওয়ার পর ঠিক কোথায় আপনার দুর্বলতা আছে খুঁজে বের করুন। তারপর ২ দিন সেই দুর্বল জায়গাটুকু প্র্যাকটিস করুন। তারপর ফের বাকি দিনগুলি, পরীক্ষার আগে পর্যন্ত মক টেস্ট দিতে থাকুন। অনলাইন, অফলাইন, পুরনো টেস্ট পেপার, যেখানে যত পারবেন, সময় ধরে সলভ করে ফেলুন। 

প্রিলিমিনারির পর 

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর মেইন পরীক্ষায় বসতে পারবেন। মেইন পরীক্ষায় নিম্নলিখিত বিষয়গুলি থাকবে:

  • সাধারণ / আর্থিক জ্ঞান
  • যুক্তির ক্ষমতা
  • ইংরেজি ভাষা
  • কম্পিউটার অ্যাপটিটিউড

POST A COMMENT
Advertisement