বিশেষজ্ঞ অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৬০০-রও বেশি শূন্যপদ SO নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে SBI। আজ ৩১ অগাস্ট থেকেই শুরু আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে উল্লিখিত পোস্টের জন্য আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর। প্রার্থী বাছাইয়ের জন্য ৮ অক্টোবর ২০২২-এ একটি অনলাইন পরীক্ষার আয়োজন করবে ব্যাঙ্ক। পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে ১ অক্টোবর থেকে। তবে SCO ওয়েলথ এবং ডেটা সায়েন্টিস্ট স্পেশালিস্ট পদের জন্য কোনও পরীক্ষা হবে না।
SBI এই বিজ্ঞপ্তি সহকারী ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ, ম্যানেজার, সেন্ট্রাল অপারেশনস টিম, প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসার, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, রিজিওনাল হেড, কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ ম্যানেজার, সিস্টেম অফিসার-সহ বিভিন্ন পদের জন্য জারি করেছে।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান / মেশিন লার্নিং এবং এআইতে ৬০% নম্বর বা সমমানের গ্রেড।
সিস্টেম অফিসার (বিশেষজ্ঞ) B. Tech বা B.E./M. টেক বা এমই কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / মেশিন লার্নিং এবং এআই-তে ৬০% নম্বর বা সমমানের গ্রেড।
সেন্ট্রাল অপারেশন টিম- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক।
প্রতীকী ছবি - পুরুষের এই ৫ স্বভাব থাকলে সহজেই প্রেমে পড়ে যান মেয়েরা, আপনার আছে?