মাধ্যমিক পাশে সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে প্রচুর নিয়োগপ্রচুর শূন্যপদে নিয়োগ করতে চলেছে সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (South Eastern Coalfields Limited)। মাইনিং সর্দার টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজরি গ্রেড 'সি' এবং ডেপুটি সার্ভেয়ার, টেকনিক্যাল সুপারভাইজরি গ্রেড 4 'সি' পদে মোট ৪০৫টি পদে নিয়োগ (SECL Recruitment 2023) করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.secl-cil.in-এ আবেদন করতে পারেন।
শূন্যপদের বিবরণ
এই নিয়োগ প্রক্রিয়ায় ৪০৫টি পদ পূরণ করা হবে। যার মধ্যে ৩৫০টি পদ মাইনিং সর্দার টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজরি গ্রেড সি, ৫৫টি পদ ডেপুটি সার্ভেয়ার ও টেকনিক্যাল সুপারভাইজরি গ্রেড 4 সি পদের জন্য।
দুটি পদের জন্যই মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য় অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।
বয়সসীমা:
যোগ্য ও আবেদনকারী প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আর সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৩০ বছর। এ ছাড়া সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
আবেদন ফি:
সাধারণ / ওবিসি / ইডব্লিউএস বিভাগের জন্য আবেদনের ফি হল ১০০০ টাকা। সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (SECL), SC/ST/Ex-Servicemen/PWD/মহিলা সদস্য এবং SECL কর্মচারীদের আবেদন ফি দিতে হবে না। মানে এই লোকেদের শুধু আবেদনপত্র পূরণ করতে হবে এবং জমা দিতে হবে।
কীভাবে আবেদন করতে হবে: