কীভাবে ওয়েবসাইটে দেখবেন রেজাল্ট?একাদশ-দ্বাদশের নিয়োগের ফল আগেই বেরিয়েছে। এবার স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় আরএলএসটির (নবম-দশম) ফল প্রকাশিত হতে চলেছে আজ অর্থাৎ সোমবার। তবে এদিন ফলপ্রকাশ হলেও ইন্টারভিউয়ের ভেরিফিকেশনে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা পরে প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এই স্তরে ২৩ হাজার ২১২টি শূন্যপদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় ২ লক্ষ ৯৪ হাজার চাকরিপ্রার্থী।
কখন দেখা যাবে ফল?
সোমবার এসএসসি (SSC)-র নবম-দশম পরীক্ষার ফল সন্ধে ৬ টার পর কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হবে। বস্তুত, একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ হলেও তাতে ডাক পাননি অনেক চাকরিহারা। তাই নবম-দশমের ফল প্রকাশের অপেক্ষায় আছেন তাঁরা। সোমবার ফল প্রকাশ হলে স্পষ্ট হয়ে যাবে,তাঁদের চাকরি থাকছে কি না।
কত শূন্যপদ?
এসএসসি-র দেওয়া তথ্য অনুযায়ী, নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১২টি শূন্যপদ ছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। মোট ১১টি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। তবে, ওই শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে, এমন আভাসও মিলেছে এসএসসি-র তরফে। ওই তালিকা ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের আগে প্রকাশ করা হবে।
কীভাবে দেখবেন ফল?
এসএসসি নবম ও দশমের লিখিত পরীক্ষার ফলাফল ওয়েবসাইট মারফত প্রকাশ করবে। পরীক্ষার্থীদের রোল নম্বর এবং জন্ম তারিখের তথ্য জমা দিয়ে ওই ফলাফল দেখে নিতে হবে। ফল প্রকাশের পরই ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের জন্য কারা ডাক পাবেন, সেই তালিকাও প্রকাশ করবে কমিশন।