SSC CGL 2025: কম্পিউটার হ্যাক করে পরীক্ষায় পাশের চেষ্টা, কেন্দ্রীয় সরকারি চাকরিতেও?

SSC CGL 2025: দেশের অন্যতম বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা Combined Graduate Level (CGL) 2025 এ হ্যাকিংয়ের চেষ্টা। SSC সূত্রে মিলেছে এই খবর। তবে হ্যাকাররা শেষ পর্যন্ত সিস্টেম সিকিউরিটি ভাঙতে পারেনি। 

Advertisement
কম্পিউটার হ্যাক করে SSC CGL পাশের চেষ্টা, কেন্দ্রীয় সরকারি চাকরিতেও?SSC CGL এ হ্যাকিংয়ের চেষ্টা ধরল কমিশন।
হাইলাইটস
  • দেশের অন্যতম বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা Combined Graduate Level (CGL) 2025 এ হ্যাকিংয়ের চেষ্টা।
  • SSC র বক্তব্য, পরীক্ষার্থীদের টার্মিনালে ডিজিটাল সার্ভেলেন্সের ব্যবস্থা ছিল।
  • একাধিক সন্দেহজনক রিমোট টেকওভারের চেষ্টা ধরা পড়েছে।

SSC CGL 2025: দেশের অন্যতম বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা Combined Graduate Level (CGL) 2025 এ হ্যাকিংয়ের চেষ্টা। SSC সূত্রে মিলেছে এই খবর। তবে হ্যাকাররা শেষ পর্যন্ত সিস্টেম সিকিউরিটি ভাঙতে পারেনি। SSC র বক্তব্য, পরীক্ষার্থীদের টার্মিনালে ডিজিটাল সার্ভেলেন্সের ব্যবস্থা ছিল। আর তাতেই একাধিক সন্দেহজনক রিমোট টেকওভারের চেষ্টা ধরা পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে SSC।

পরীক্ষা চলাকালীন হঠাৎ
গত ১২ সেপ্টেম্বর থেকে এবারের CGL শুরু হয়েছে। চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ হয়। কমিশনের আধিকারিকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে একাধিক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের কম্পিউটার ‘রিমোটলি’ হ্যাক করার চেষ্টা ধরা পড়েছে।

হুঁশিয়ারি দিল কমিশন
SSC জানিয়েছে, পরীক্ষার পরে সমস্ত তথ্য ও ডিজিটাল প্রুফ খুঁটিয়ে দেখা হবে। যাঁদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলবে, তাঁদের ভবিষ্যতে পরীক্ষায় বসা নিষিদ্ধ করা হবে। শুধু পরীক্ষার্থীই নন, যদি দেখা যায় কোনও পরীক্ষাকেন্দ্র এই ধরনের অনিয়মে সাহায্য করেছে, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

SSC CGL দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষা
UPSC, NDA, ব্যাঙ্কের প্রবেশনারি অফিসারের নিয়োগের মতোই, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও কঠিন পরীক্ষা SSC CGL। ভীষণ প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমেই কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল,

১. অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার/অ্যাকাউন্টস অফিসার: সরকারি দফতরে অডিট ও হিসাবরক্ষকের দায়িত্ব।

২. ইনস্পেক্টর পদ: আয়কর, সেন্ট্রাল এক্সাইজ এবং কাস্টমস দফতর।

৩. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (ASO): বিদেশ মন্ত্রক, ইন্টেলিজেন্স ব্যুরো সহ একাধিক মন্ত্রক ও দফতর।

৪. অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার: রাজস্ব দফতরের তদন্তকারী অফিসার।

৫. সাব ইনস্পেক্টর (CBI সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা)।

৬. জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (JSO): সরকারি দফতরে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ।

৭. অডিটর/অ্যাকাউন্ট্যান্ট: বিভিন্ন প্রশাসনিক দফতরে কাজ।

ফলে, SSC CGL শুধু একটি পরীক্ষা নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের মানদণ্ড।অগণিত তরুণ তরুণীর কাছে এটি স্বপ্নের সরকারি চাকরির সুযোগ। আর সেই পরীক্ষায় এহেন হ্যাকিংয়ের ঘটনা যে সত্যিই উদ্বেগজনক, তা বলাই বাহুল্য।

Advertisement

POST A COMMENT
Advertisement