রীক্ষার্থীদের সুবিধার জন্য তিনটি আলাদা রেজাল্টের তালিকা প্রকাশ করেছে SSC।SSC Combined Graduate Level পরীক্ষার টিয়ার ১ এর Result প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। কমিশনের সরকারি ওয়েবসাইট ssc.gov.in এ SSC CGL Tier 1 Result 2025 রিলিজ করা হয়েছে। যাঁরা এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁরা পরের স্টেজের জন্য এলিজেবল কিনা, তা এই রেজাল্টের মাধ্যমে জানতে পারবেন। পোস্টভিত্তিক ও বিভাগভিত্তিক কাট-অফ নম্বর রয়েছে। পাশাপাশি, কোন কোন প্রার্থী কোন পোস্টের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তারও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য তিনটি আলাদা রেজাল্টের তালিকা প্রকাশ করেছে SSC।
অফিসিয়াল লিঙ্ক
লিস্ট ওয়ান: CLICK HERE
লিস্ট টু: CLICK HERE
লিস্ট থ্রি: CLICK HERE
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত SSC CGL টিয়ার–১ পরীক্ষা হয়েছিল। একাধিক শিফটে দেশজুড়ে এই পরীক্ষা হয়। পরে কিছু পরীক্ষাকেন্দ্রে পুনরায় ১৪ অক্টোবর, ২০২৫ এ পরীক্ষা নেওয়া হয়। একাধিক শিফটে পরীক্ষা হওয়ায়, আগেই ঘোষিত নিয়ম অনুযায়ী নম্বর নর্মালাইজ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দফতর ও সংস্থায় মোট ১৪,৫৮২টি গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। এই পদগুলির মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ।
SSC জানিয়েছে, তিনটি পৃথক তালিকায় টিয়ার ১ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম তালিকায় রয়েছেন সেই প্রার্থীরা, যাঁরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা JSO পদের জন্য নির্বাচিত হয়েছেন। এঁরা টিয়ার ২ এর পেপার ২ অর্থাৎ স্ট্যাটিস্টিক্স পরীক্ষায় বসার সুযোগ পাবেন। দ্বিতীয় তালিকায় রাখা হয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড ২ পদের জন্য নির্বাচিত প্রার্থীদের। তৃতীয় তালিকায় রয়েছে JSO এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর ছাড়া বাকি সমস্ত গ্রুপ বি ও গ্রুপ সি পদের জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর।
ফল দেখতে হলে প্রার্থীদের প্রথমে SSC-র সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Result’ ট্যাবে ক্লিক করে SSC CGL Tier 1 Result 2025 লিঙ্ক খুলতে হবে। প্রয়োজন অনুযায়ী লিস্ট ১, লিস্ট ২ বা লিস্ট ৩-এর পিডিএফ ডাউনলোড করে Ctrl+F ব্যবহার করে রোল নম্বর খুঁজে দেখা যাবে। পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলে নম্বর ও স্কোরকার্ডও দেখা যাবে।
যাঁরা টিয়ার ১ উত্তীর্ণ হয়েছেন, তাঁরা সরাসরি টিয়ার ২ পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এর জন্য আলাদা করে কোনও রেজিস্ট্রেশন করতে হবে না। কমিশন সূত্রে খবর, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে টিয়ার ২ পরীক্ষা হতে পারে। টিয়ার ২ এর ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে। তার পর ডকুমেন্ট ভেরিফিকেশন ও পোস্ট বরাদ্দ করা হবে।