পুজোর পরেই SSC শিক্ষক নিয়োগ পরীক্ষার Result, গুরুত্বপূর্ণ Date জানিয়ে দিলেন ব্রাত্য

SSC Teacher Recruitment Exam 2025 Result: দুর্গাপুজোর পরেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগের ফল প্রকাশ। পরীক্ষার দিনই উত্তরপত্র, OMR শিট প্রকাশের তারিখ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার SSC র পরীক্ষা হয়। ১৪ সেপ্টেম্বরের ২,২৯,৪৯৭ জন চাকরিপ্রার্থী পরীক্ষা দেন। 

Advertisement
পুজোর পরেই SSC শিক্ষক নিয়োগ পরীক্ষার Result, গুরুত্বপূর্ণ Date জানিয়ে দিলেন ব্রাত্যSSC র রেজাল্ট কবে? যা জানালেন ব্রাত্য।
হাইলাইটস
  • দুর্গাপুজোর পরেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগের ফল প্রকাশ।
  • পরীক্ষার দিনই তারিখ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
  •  ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় অংশ নিয়েছেন ২,২৯,৪৯৭ জন চাকরিপ্রার্থী।

SSC Teacher Recruitment Exam 2025 Result: দুর্গাপুজোর পরেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগের ফল প্রকাশ। পরীক্ষার দিনই উত্তরপত্র, OMR শিট প্রকাশের তারিখ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার SSC র পরীক্ষা হয়। ১৪ সেপ্টেম্বরের ২,২৯,৪৯৭ জন চাকরিপ্রার্থী পরীক্ষা দেন। তারপরেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন সাংবাদিক বৈঠকে তাঁর পাশে ছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। শিক্ষামন্ত্রীর কথায়, 'কয়েকদিনের মধ্যেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র আপলোড করা হবে। তারপর পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে।' জানা গিয়েছে, পরীক্ষার্থীদের ফিডব্যাকের জন্য পাঁচ দিন সময় দেওয়া হবে। এরপরই ইন্টারভিউয়ের জন্য প্যানেল প্রকাশ করবে কমিশন। ওয়েবসাইটে নম্বর বিভাজনও আপলোড করা হবে।

ব্রাত্য বসু জানান, নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে। অর্থাৎ লিখিত পরীক্ষার পাশাপাশি এবার থেকে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও স্বচ্ছতার বার্তা দিল স্কুল সার্ভিস কমিশন। চলমান নানা নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কমিশনের এই তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথায়, 'আগামী ১৬ সেপ্টেম্বর নবম-দশমের উত্তরপত্র ওএমআর শিট আপলোড করা হবে। একাদশ-দ্বাদশের উত্তরপত্র প্রকাশ করা হতে পারে ২০ সেপ্টেম্বর।'

এসএসসি সূত্রে আরও খবর, এ বছর কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রথম আবেদনকারীদের হাতে দেওয়া হচ্ছে ওএমআর শিটের কপি। লিখিত পরীক্ষার পরেই দেওয়া হয়েছে মডেল উত্তরপত্র। পরীক্ষার্থীরা চাইলে নিজেদের দাবি বা মতামত জানাতে পারবেন। পাঁচ দিনের সুযোগ থাকছে। এরপর প্রকাশ করা হবে ইন্টারভিউয়ের তালিকা, নম্বর বিভাজন। ইন্টারভিউ প্যানেলের মেয়াদ শেষ হলেও দুই বছর তা সংরক্ষিত থাকবে। ওএমআর শিট রাখা হবে ১০ বছর পর্যন্ত। অর্থাৎ আগামিদিনে যাতে কোনও রকম আইনি জটিলতায় পড়তে না হয়, সেই বিষয়ে সতর্ক কমিশন। 

POST A COMMENT
Advertisement