scorecardresearch
 

Student Credit Card : নভেম্বরের মধ্যেই ৫০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে রাজ্য, কারা পাবেন ?

পড়ুয়ায়দের ঋণ পেতে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য এই কার্ড দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, শুক্রবার এই নিয়ে প্রথম সারির ১০ ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করেন সরকারি আধিকারিকরা। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় নভেম্বর মাসের মধ্যেই ৫০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করা হবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রাজ্য সরকার আগেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা ঘোষণা করেছে
  • সেই মোতাবেক নবান্নের সিদ্ধান্ত তাদের তরফে ৫০ হাজার জনকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে
  • কারা পাবেন এই কার্ড?

রাজ্য সরকার আগেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা ঘোষণা করেছে। সেই মোতাবেক ৫০ হাজার জনকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। 

পড়ুয়ায়দের ঋণ পেতে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য এই কার্ড দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, শুক্রবার এই নিয়ে প্রথম সারির ১০ ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করেন সরকারি আধিকারিকরা। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় নভেম্বর মাসের মধ্যেই  ৫০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করা হবে। ইতিমধ্যে ৩৫ হাজার জনকে এই কার্ড দেওয়া হয়েছে। 

অর্থাৎ নভেম্বরের মধ্যে ১৫ হাজার নতুন ক্রেডিট কার্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে,  স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোর কথাও বলা হয়েছে সেদিনের বৈঠকে। এর আগে যে সব কারণে ক্রেডিট কার্ডের টাকা আটকে ছিল সেগুলোর সমাধান কীভাবে করা যায় তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

আরও পড়ুন : পুজোর আগেই রাজ্যের কর্মীদের DA পাওয়ার সম্ভাবনা কতটা?

কারা পাবেন ক্রেডিট কার্ড ? 

রাজ্য সরকার আগেই জানিয়েছিল, দশম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ছাত্ররা যে কোনও সময় পড়াশোনা সংক্রান্ত প্রয়োজনে এই ঋণ ব্যবহার করতে পারেন। স্নাতক ও স্নাতকোত্তর, ডাক্তারি, IAS, IPS, WBCS, ছাত্ররা যে কোনও সময় এই ঋণ পেতে পারেন। এছাড়াও কোনও চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিন নিলেও মিলবে লোনের সুবিধে। আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ঋণের মেয়াদ থাকবে ১৫ বছর পর্যন্ত।

আরও পড়ুন : অক্টোবরে নয়, সেপ্টেম্বরে দুর্গাপুজো; ইতিহাস গড়ছেন নিউ জার্সির একঝাঁক বাঙালি
 
প্রসঙ্গত, চলতি মাসেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন ক্লাস শুরু হচ্ছে। শিক্ষাবর্ষের শুরুতেই টাকা পয়সার জন্য যাতে কোনও পড়ুয়ার অসুবিধে না হয় তাই এই বৈঠক সেদিন ডাকা হয়েছিল। 

Advertisement

Advertisement