scorecardresearch
 

Success Tips In Life : জীবনে 'S-M-A-R-T' হোন, সফলতা ধরা দেবে হাতের মুঠোয়

জীবনে সফলতা পাওয়া খুব একটা সহজ বিষয় নয়। প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে তা পেতে হয়। এক্ষেত্রে শুধু অর্থ রোজগারই সফলতা নয়। জীবনের সার্বিক পরিপূর্ণতাকেই এক্ষেত্রে সাফল্য হিসেবে ধরা হয়। এই বিষয়ে একটি 'S-M-A-R-T'সূত্র রয়েছে। চলুন বিষয়টি বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রত্যেকেই জীবনে সফল হতে চান
  • রয়েছে কিছু টিপস
  • সূত্র জেনে নিন

জীবনে সফলতা পাওয়া খুব একটা সহজ বিষয় নয়। প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে তা পেতে হয়। এক্ষেত্রে শুধু অর্থ রোজগারই সফলতা নয়। জীবনের সার্বিক পরিপূর্ণতাকেই এক্ষেত্রে সাফল্য হিসেবে ধরা হয়। এই বিষয়ে একটি 'S-M-A-R-T'সূত্র রয়েছে। চলুন বিষয়টি বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। 

S-Specific বা নিশ্চিত - সফলতার সবচেয়ে প্রথম সূত্র হল নিশ্চিত হওয়া। অর্থাৎ আপনি কী করতে চাইছেন তা নিশ্চিত করা। ধরা যাক, যদি আপনি ওজন কমাতে চান, তাহলে আপনাকে এটাও নিশ্চিত করতে হবে যে আপনি ঠিক কতটা ওজন কমাতে চান। 

M-Measurable বা পরিমাপ যোগ্য - যেহেতু সফলতা একদিনে আসে না তাই সেটির লক্ষ্যে পরিমাপ করে এগোতে হবে। যেমন যদি আপনি ওজন কমাতে চান তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে এই বছর বা এই মাসে কতোটা কমাবেন। সেই মতো স্ট্র্যাটিজি ঠিক করুন। তাহলে আপনি আপনার লক্ষ্যের দিকে কতোটা এগোচ্ছেন তা বুঝতে পারবেন। 

A-Attainable বা প্রাপ্ত যোগ্য - লক্ষ্য এমন হওয়া উচিত যা অর্জন করা যেতে পারে। যেমন এক বছরে ২০ কেজি ওজন কমানো সম্ভব, কিন্তু ১ মাসে তা করা কার্যত অসম্ভব। 

R-Relevant বা প্রাসঙ্গিত - আপনি যে কাজে সফলতা পেতে চাইছেন তা অবশ্যই প্রাসঙ্গিত হতে হবে। কারণ অপ্রাসঙ্গিক কাজে সফলতা খুঁজতে যাওয়ার কোনও অর্থ হয় না। 

T-Time Based - সময় নির্ভর - সমস্ত কাজের একটা ডেডলাইন থাকে। তাই ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। তবেই জীবনে সফলতা আসবে। 

আরও পড়ুনমেয়ের প্রেমিককে কাটারি-বাঁশ দিয়ে খুন মা-বাবার, আতঙ্ক চুঁচুড়ায়


 

Advertisement
Advertisement