scorecardresearch
 

Primary Teacher Recruitment : টেট-এর মধ্যেই ফের প্রাথমিক শিক্ষক পদে ৬৪১৪ জন নিয়োগ, আবেদনের শেষ দিন কবে?

রাজ্যে সবে শেষ হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট (Teacher Eligibility Test)। তার মধ্যেই ফের প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। ৬৪১৪ পদে নিয়োগ করা হবে শিক্ষক।

Advertisement
শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
হাইলাইটস
  • রাজ্যে সবে শেষ হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট
  • তার মধ্যেই ফের প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর

রাজ্যে সবে শেষ হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট (Teacher Eligibility Test)। তার মধ্যেই ফের প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। ৬৪১৪ পদে নিয়োগ করা হবে শিক্ষক। তবে এই শিক্ষক নিয়োগ রাজ্য সরকার করবে না। কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে নিয়োগ করা হবে। সেই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। 

কোন পদে কত নিয়োগ ? 

শুধুমাত্র প্রাথমিক শিক্ষক পদে নয়, আরও নানা পদে নিয়োগ হবে। মোট সংখ্যা ১৩,৪০৪। 

  • অধ্যক্ষ পদে: ২৩৯টি 
  • উপাধ্যক্ষ : ২০৩টি 
  • সহকারী কমিশনার: ৫২টি 
  • লাইব্রেরিয়ান: ৩৫৫টি 
  • প্রাথমিক শিক্ষক: ৬৪১৪টি 
  • পিআরটি :৩০৩টি 
  • স্নাতকোত্তর শিক্ষক- ১৪০৯টি 
  • প্রশিক্ষিত স্নাতক শিক্ষক - ৩১৭৬টি 
  • পদসহকারী সেকশন অফিসার- ১৫৬টি 
  • সিনিয়র সচিবালয় সহকারী - ৩২২টি 
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট- ৭০২টি 
  • হিন্দি অনুবাদক- ১১টি ইত্যাদি। 

আরও পড়ুন : রাজ্যের ডিএ নিয়ে আপডেট, সুপ্রিম কোর্টে শুনানির আগেই বড় খবর

 

আবেদনের পাতা
আবেদনের পাতা

 কীভাবে আবেদন ? 

নির্দেশিকায় জানানো হয়েছে, আবেদনকারীদের kvsangathan.gov.in-এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে KVS Teaching and Non-Teaching 2022 Vacancy-এই লিঙ্কে যেতে হবে। তাহলেই রেজিস্ট্রেশনের পাতা খুলে যাবে। সেখানে নির্দিষ্ট ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন জমা করার সময় প্রয়োজনীয় নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে। 

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, পিজিটি পদে আবেদনের বয়সসীমা ৪০। টিজিটি/লাইব্রেরিয়ান পদের ৩৫ বছর। পিআরটির বয়সসীমা ৩০ বছর। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। এসসি,এসটি ও পিডব্লিউডি ক্যাটেগরিভুক্ত বাদে সবাই ১০০ টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ দিন 

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন পদের প্রার্থীরা ২৬ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করতে পারবেন। ৫ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। পরীক্ষাটি অনলাইনে নেওয়া হবে। 

Advertisement