UCO ব্যাঙ্কঅনেকেই সরকারি ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন। সেই মতো নিয়মিত করেন পড়াশোনা। ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেন। আর আপনিও যদি সেই দলে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটু সুখবর। কারণ, কেন্দ্রীয় সরকারের অধীনস্ত UCO BANK-এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে সেই নোটিফিকেশন।
কতগুলি পদে নিয়োগ করা হবে?
এই নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, ১৯টি পদে নিয়োগ হবে। জেনারালিস্ট অ্যান্ড স্পেশালিস্ট অফিসার্স বিভাগে ১৭৩ জনকে নেওয়া হবে। অর্থাৎ হাতের কাছে সুযোগ রয়েছে অনেকটাই।
কোন কোন পদে নিয়োগ হবে?
একাধিক পদে হবে নিয়োগ। আর সেগুলি হল-
কোন বয়সের মধ্যে আবেদন?
প্রত্যেকটা পদের জন্য নির্দিষ্ট বয়সের কথা বলা হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। তবে সার্বিকভাবে বলতে গেলে ২০ থেকে ৩৫ বছর বয়সীরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।
অভিজ্ঞতা প্রয়োজন
এই সব পদে আবেদন করতে চাইলে নির্দিষ্ট অভিজ্ঞতা লাগবে। আর সেই বিষয়টা এই বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন। এছাড়া সেই নোটিফিকেশনেই নির্দিষ্ট পদের যোগ্যতা সম্পর্কেও বিশদে জানান রয়েছে। সেটাও দেখা নেওয়া জরুরি। তারপরই না হয় অ্যাপ্লিকেশন করবেন।
কত দিন অ্যাপ্লাই করা যাবে?
১৩.০১.২০২৬ থেকে শুরু হয়েছে অবেদনপত্র জমা। এটা চলবে ০২.০২.২০২৬ পর্যন্ত। এই পদগুলিতে অ্যাপ্লাই করতে চাইলে প্রার্থীর নিজস্ব মোবাইল নম্বর ও ইমেইল থাকা অবশ্যক। পাশাপাশি ডকুমেন্টস থেকে শুরু করে স্ক্যানড ইমেজ রাখতে হবে সঙ্গে। তারপরই করা যাবে আবেদন।
কীভাবে আবেদন করবেন?
প্রথমত আপনাকে যেতে হবে ব্যাঙ্কের ওয়েবসাইট https://uco.bank.in-এ। সেখানে গিয়ে “Career”-এ ক্লিক করুন। তারপর “Recruitment Opportunities”-এ করুন ক্লিক। এবার আপনার সামনে Advertisement No. HO/HRM/RECR/2025-
26/COM-04 আসবে। সেখানে "Click Here To Apply Online"-এ ক্লিক করুন। এরপর করে ফেলতে হবে রেজিস্টেশন। এবার লগগইন করুন। এরপর যেই পদে অ্যাপ্লাই করতে চান, সেটি সিলেক্ট করে অ্যাপ্লিকেশন দিয়ে দিন। তাহলেই পরীক্ষায় বসতে পারেন।
কীভাবে নিয়োগ?
প্রথমে অনলাইন পরীক্ষা হবে। তারপর স্ক্রিনিং, গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ হবে বলে জানান হয়েছে।