Interview Questions: ভারত-চিন বর্ডারে একটি মুরগি ডিম পাড়লে তা কোন দেশের হবে? জানুন উত্তর

UPSC Interview Questions: অনেক পরীক্ষাতেই ইন্টারভিউতে পাস করা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় গোটা পরিশ্রমটাই মাটি। ইন্টারভিউতে যে প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয় কখনও কখনও খুব সহজ হয় এবং কখনও কখনও খুব কঠিন প্রশ্নও জিজ্ঞাসা করা হয়।

Advertisement
ভারত-চিন বর্ডারে একটি মুরগি ডিম পাড়লে তা কোন দেশের হবে? জানুন উত্তরপ্রতীকী ছবি
হাইলাইটস
  • ভারতে প্রথম আধার কার্ডটি কাকে দেওয়া হয়েছিল?
  • ভারত-চিন সীমান্তে মুরগি ডিম পাড়লে ডিমটি কার হবে?
  • কোন দেশে সাপ পাওয়া যায় না?

UPSC Interview Questions: অনেক পরীক্ষাতেই ইন্টারভিউতে (Interview) পাস করা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় গোটা পরিশ্রমটাই মাটি। ইন্টারভিউতে যে প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয় কখনও কখনও খুব সহজ হয় এবং কখনও কখনও খুব কঠিন প্রশ্নও জিজ্ঞাসা করা হয়। যে ব্যক্তি ইন্টারভিউ দিচ্ছে তার আইকিউ লেভেল দেখা হয় এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী তা দেখতে প্রশ্নটি ফের ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়। 

এমনই কিছু প্রশ্ন ও উত্তর আছে যেগুলি খুবই সহজ, কিন্তু অনেক সময়ই কঠিন পরীক্ষার ইন্টারভিউতে সেই সহজ, সরল প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়, অনেকেই তার উত্তর দিতে পারে না।

প্রশ্ন- ভারতে প্রথম আধার কার্ডটি কাকে দেওয়া হয়েছিল?
উত্তর- দেশে প্রথম আধার কার্ড দেওয়া হয়েছিল ২৯ সেপ্টেম্বর, ২০১০-এ। এই আধার কার্ডটি দেওয়া হয়েছিল মহারাষ্ট্রের বাসিন্দা রঞ্জনা সোনাওয়ানেকে।

প্রশ্ন- আপনি যদি একটি জেলার ডিএম হন এবং সেখানে দু'টি ট্রেনের সংঘর্ষ হয়, আপনি কী করবেন?
উত্তর- প্রথমত, খুঁজে বের করব কোন দু'টি ট্রেনের সংঘর্ষ হয়েছে। মানে পণ্যবাহী ট্রেন বা যাত্রীবাহী ট্রেন। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশ্ন- ভারত-চিন সীমান্তে মুরগি ডিম পাড়লে ডিমটি কার হবে?
উত্তর- ডিম হবে মুরগির।

প্রশ্ন- কোন দেশে সাপ পাওয়া যায় না?
উত্তর- নিউজিল্যান্ড

প্রশ্ন- গোলাপ, লিলি ও পদ্মের মধ্যে মিল কী?
উত্তর-
সব ফুলই ফুল।

প্রশ্ন- কোন দেশের গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়?
উত্তর-
লুক্সেমবার্গ

POST A COMMENT
Advertisement