scorecardresearch
 

UPSC Interview Questions : কোন ফল বাজারে পাওয়া যায় না? রইল UPSC-র কিছু কঠিন প্রশ্ন

UPSC অন্যান্য অনেক পরীক্ষার থেকেই কঠিন। অনেকেই পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারেন না। কারণ ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হয় যার জবাব চাকরি প্রার্থীদের কাছে থাকে না। চলুন জেনে নেওয়া যাক ইউপিএসসি পরীক্ষার তেমনই কিছু কঠিন প্রশ্ন। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • কঠিন পরীক্ষা ইউপিএসসি
  • অনেকেই উত্তীর্ণ হতে পারেন না ইন্টারভিউতে
  • জেনে নিন কিছু কঠিন প্রশ্ন ও উত্তর

প্রত্যেক বছর পরীক্ষার আয়োজন করে UPSC। তাতে অংশ নেন বহু পরীক্ষার্থী। UPSC অন্যান্য অনেক পরীক্ষার থেকেই কঠিন। অনেকেই পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারেন না। কারণ ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হয় যার জবাব চাকরি প্রার্থীদের কাছে থাকে না। চলুন জেনে নেওয়া যাক ইউপিএসসি পরীক্ষার তেমনই কিছু কঠিন প্রশ্ন। 

প্রশ্ন - কোন প্রাণী আহত হলে সেটির কান্নার আওয়াজ মানুষের মতো শোনায়?
উত্তর - ভাল্লুক

প্রশ্ন - দক্ষিণের ব্রিটেন কোন দেশকে বলা হয়?
উত্তর - নিউজিল্যান্ড

প্রশ্ন - এমন কী আছে যা মাসে একবারই আসে এবং ২৪ ঘণ্টা পর চলে যায়?
উত্তর - তারিখ

প্রশ্ন - মুরগি ডিম দেয় এবং গরু দুধ, কে দুটোই দেয়?
উত্তর- দোকানদার ক্রেতাকে দুটিই দেন

প্রশ্ন - একটি অর্ধেক আপেল কেমন দেখতে হয়?
উত্তর - অপর একটি অর্ধেক আপেলের মতো

প্রশ্ন - এমন কোন ফল যা বাজারে পাওয়া যায় না?
উত্তর- পরিশ্রমের ফল

প্রশ্ন - একজন খুনিকে মৃ্ত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপর তাকে ৩টি ঘর দেখান হল, যার একটিতে রয়েছে আগুন, একটিতে বন্ধুক, এবং আর একটিতে বাঘ। সেই বাঘটি ৩ বছর ধরে কিছু খায়নি। তাহলে খুনিটি কোন ঘরে যাবে?
উত্তর - তিন নম্বর ঘরে যাবে, কারণ বাঘটি ৩ বছর ধরে কিছু না খেয়ে থাকলে ইতিমধ্যেই সেটির মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন Propose Day 2022 : প্রোপোজ করুন এইভাবে, উত্তর 'হ্যাঁ' আসবেই 

 

Advertisement