WB Higher Secondary Examination 2025: উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার শুরু সোমবার, OMR শিট সহ একাধিক নয়া নিয়ম

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার, ৮ সেপ্টেম্বর। এবার ২০২৬-এর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ২০২৫-এই। দু'টি সেমেস্টারে হবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের সেমেস্টার। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানানো হয়েছে।

Advertisement
উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার শুরু সোমবার, OMR শিট সহ একাধিক নয়া নিয়মউচ্চমাধ্যমিক পরীক্ষা

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার, ৮ সেপ্টেম্বর। এবার ২০২৬-এর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ২০২৫-এই। দু'টি সেমেস্টারে হবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের সেমেস্টার। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানানো হয়েছে।

এবছর কী কী নিয়মে বদল?

  • এবার থেকে OMR শিটে MCQ পরীক্ষা হবে। প্রথম পর্বটি ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা। সেপ্টেম্বরের পরে মার্চে দ্বিতীয় পর্বের পরীক্ষা। দু'টি পরীক্ষার যোগফল করে উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট বেরোবে।
  • চলতি বছর থেকেই সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। বর্ষায় পরীক্ষা হওয়ার কারণে বৃষ্টি বা জমা জলের ফলে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনও সমস্যা না হয় সে ব্যবস্থা রাখতে হবে।
  • কোনও জায়গায় জল জমলে তড়িঘড়ি বিকল্প ব্যবস্থা নিতে হবে। গ্রামে বা জেলাগুলিতে নৌকো রাখতে হবে।
  • এবার থেকে পড়ুয়াদের হাতে ওএমআর শিটের কার্বন কপি রেজাল্টের সঙ্গে পেয়ে যাবেন।
  • এবছর থেকে ইনভিজিলেটরকে হেনস্থা করা হলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। 
  • প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজরের ঘরে সিসিটিভি রাখতে হবে। চলতি বছরে মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত হয়েছে।

গত বছরের তুলনায় উচ্চমাধ্যমিক প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এবার উচ্চমাধ্যমিকে ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। 

টয়লেট যাওয়া নিয়ে পরিবর্তন
এবছর পরীক্ষা চলাকালীন টয়লেট যেতে পারবেন না পরীক্ষার্থীরা। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটের, তাই পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী শৌচালয় যেতে পারবে না। তবে অত্যন্ত গুরুতর পরিস্থিতির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রশ্নপত্র এবং ওএমআর শিট জমা দিয়ে যেতে হবে।

অ্যাডমিট সংক্রান্ত নিয়ম
এবার অ্যাডমিট অনলাইনে দেওয়া হবে। স্কুল থেকে কালেক্ট করার ঝক্কি নেই। প্রথমদিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলে পরীক্ষা বাতিল হবে না। তবে দ্বিতীয় দিন থেকে অ্যাডমিট আনা বাধ্যতামূলক। 

মোবাইল ও ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত নিয়ম
এতদিন কোন‌ও পরীক্ষার্থী মোবাইল বা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ধরা পড়লে তার পুরো পরীক্ষা বাতিল হত। এ বার পরীক্ষার্থীর খারাপ আচরণের কারণেও তার পরীক্ষা বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। 

POST A COMMENT
Advertisement