তবে কি পিছিয়েই যাচ্ছে মাধ্যমিকের রেজাল্ট? জানা যাচ্ছিল, মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ পেতে পারে। মে মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সম্প্রতি এসএসসি ২০১৬-র পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যে কারণে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এই নিয়ে বাংলা জুড়ে উত্তেজনা চরমে। শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকারা এতদিন খাতা দেখার দায়িত্বে ছিলেন। তবে চাকরি বাতিলের পর অনেকে খাতা দেখতে রাজি নন। যদিও মাধ্যমিকে অধিকাংশ শিক্ষক-শিক্ষিকার খাতা দেখা হয়ে গেছে। তবে সুপ্রিম কোর্ট 'অযোগ্য' ঘোষণার পর স্বাভাবিকভাবে যাঁরা খাতা দেখেছেন তাঁদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠছে। অনেক বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকারা খাতা দেখায় অনীহা প্রকাশ করেছেন। ফলে ফলাফল ঘোষণা নিয়ে সংকট তৈরি হয়েছে। সেই জটেই আটকে মাধ্যমিকের রেজাল্টের ফলাফল?
মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে পারে?
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, মাধ্যমিকের ফল বেরনোর সম্ভাব্য তারিখ হতে পারে ৮-১০ মে। অনেক পরীক্ষার্থীদের মধ্যে জল্পনা ছড়িয়েছে, ২ মে মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে। এই তথ্য সম্পূর্ণ ভুল। তবে মে মাসের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ পাবে তা একেবারে নিশ্চিত।
আপাতত পর্ষদের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যজুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। চলতি বছর ১০ ফেব্রুয়ারি, ২০২৫ সোমবার থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। চলে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার পর্যন্ত।
মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্যবার যেভাবে ফলাফল দেখতে পায় ছাত্রছাত্রীরা, এবারও তার ব্যতিক্রম হবে না। অন্যবার wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করা যায়।