ssc রেজাল্টের বিষয়ে যা জানা জরুরি।SSC Class 11, 12 Result: রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় আপডেট। আগামী শুক্রবারের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার Result বের হতে চলেছে। আনন্দবাজার প্রত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। এরপরই নবম-দশম শ্রেণির নিয়োগের কাজ শুরু হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশন
রেজাল্ট বেরোনোর পরেই নথি যাচাইয়ের কাজ শুরু হয়ে যাবে। সেন্ট্রালাইজড পদ্ধতিতে ডকুমেন্ট ভেরিফাই করা হবে। তবে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা আঞ্চলিক দফতর অনুযায়ী হবে। সূত্রের খবর যতটা দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই এই সিদ্ধান্ত।
কমিশন জানিয়েছে, ১৯৯৭ সাল থেকেই এসএসসি র মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়। তখন থেকেই এভাবে রিজিওনাল পদ্ধতিতেই ইন্টারভিউ নেওয়া হত। তবে, ২০২১ সালে অতিমারির জন্য সেন্ট্রালাইজড ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই একবারই সেন্ট্রালাইজড ইন্টারভিউ হয়েছে।
পাঁচটি রিজিয়নে ভাগ করে ইন্টারভিউ
পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য রাজ্যকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চল। প্রতিটি অঞ্চলের দায়িত্বে আলাদা আলাদা অফিসার রয়েছেন। শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, 'ফলাফল প্রকাশের পর দ্রুত ইন্টারভিউ নিতে হবে। তাই এবার কেন্দ্রীয় নয়, আঞ্চলিকভাবেই ইন্টারভিউ নেওয়া হবে।'
সুপ্রিম কোর্টের নির্দেশেই পুরোটা হচ্ছে
এই পুরো নিয়োগ প্রক্রিয়াই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। সব মিলিয়ে দুই স্তরের শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ৩৫,৭২৬টি। এর মধ্যে একাদশ-দ্বাদশে শূন্যপদ ১২,৫১৪টি।
আবেদন করেছিলেন মোট ২,৪৬,৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম। পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ২,২৯,৪৯৭ জন। অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ উপস্থিতি ছিল। নবম-দশম স্তরে শূন্যপদ ২৩,২১২টি। সেখানে পরীক্ষায় বসেছিলেন ২,৯৩,১৯২ জন।
ইন্টারভিউতে ডাক পাবেন ৬০ হাজার
এবার থেকে ইন্টারভিউয়ে ডাকার ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়মে। প্রতি ১০০টি শূন্যপদ পিছু ১৬০ জনকে ডাকা হবে। আগে এই অনুপাত ছিল ১:৪। ফলে ৩৫,৭২৬টি শূন্যপদের জন্য ইন্টারভিউতে প্রায় ৬০ হাজার প্রার্থীকে ডাকা হবে।
শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, 'একাদশ-দ্বাদশের শূন্যপদ কম। তাই তুলনামূলকভাবে কম প্রার্থীকে ডাকা হবে। প্রায় ২১ হাজার চাকরিপ্রার্থী ইন্টারভিউ দেবেন।'
নজর আদালতেরও
নিয়োগ প্রক্রিয়ার দিকে নজর রয়েছে সুপ্রিম কোর্টেরও। আদালতের নির্দেশ মেনে প্রতিটি ধাপ সম্পন্ন হচ্ছে। তাই কমিশনও চাইছে, যেন একটিও ভুল না হয়। ফলাফল প্রকাশের দিনই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হবে। চাকরিপ্রার্থীরা নিজের রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন।