মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2025) আসছে। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WBCHSE 2025) অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণা করে দিল শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক ২০২৫-এর (Uccha Madhyamik 2025) অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৭ ফেব্রুয়ারি থেকে। সকাল সাড়ে ১০টা থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু কবে থেকে? (WB HS Exam 2025 Date and Time)
চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বছরেই শেষবার বার্ষিক ব্যবস্থায় হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরের শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক হবে সেমিস্টার পদ্ধতিতে। ২০২৪ সালে যাঁরা মাধ্যমিক পাশ করেছেন, সেই সব ছাত্র-ছাত্রীরা সেমিস্টার পদ্ধতিতেই উচ্চ মাধ্যমিক দেবে। ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হয়ে গিয়েছে। সেমিস্টার পদ্ধতিতে জোর দেওয়া হবে এমসিকিউ-তে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ও রুটিন (HS Exam Time and Routine)
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ৩ ঘণ্টা ধরে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, শেষ হবে দুপুর ১টায়। কিন্তু, কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে এই সময়ে আলাদা ৷ যেমন, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময় দু’ঘণ্টা ৷
অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে ৩০ জানুয়ারি থেকে। অ্যাডমিট কার্ডে যদি কোনও ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে ৬ ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে গিয়ে গিয়ে লিখিত দরখাস্তের মাধ্যমে তা ঠিক করাতে হবে। অ্যাডমিট কার্ড ভুল সংশোধনের কোনও আবেদন অনলাইন মাধ্যমে গ্রহণ করা হবে না।